ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামরিক মহড়া বন্ধ হলেই, পরমাণু পরীক্ষা বন্ধ হবে

প্রকাশিত: ১৮:২২, ২৪ এপ্রিল ২০১৬

সামরিক মহড়া বন্ধ হলেই, পরমাণু পরীক্ষা বন্ধ হবে

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে সমুদ্রে সামরিক মহড়া বন্ধ করলেই, পরমাণু পরীক্ষা চালানো বন্ধ করার বিষয়টি উত্তর কোরিয়া বিবেচনা করতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং বার্তা সংস্থা এপিকে এ কথা জানিয়েছেন। তিনি যখন এ মন্তব্য করেন প্রায় একই সময়ে পিয়ং ইয়ং সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে একটি মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দেয়, এবং পরে সেটি সফল হয়েছে বলে জানানো হয়। এদিকে, দক্ষিণ কোরিয়া দাবী করছে মিসাইল পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। তবে, বন্ধু রাষ্ট্রের প্রতি মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে বলে বর্ণনা করছেন একজন কর্মকর্তা। সূত্র : বিবিসি বাংলা
×