ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

প্রকাশিত: ০৮:৩০, ২৪ এপ্রিল ২০১৬

পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। শনিবার দিনভর তিনি সেতুর নির্মাণ এলাকা ঘুরে দেখেন। এই সময় ডেপুটি হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিকসহ আট সদস্যের একটি দল তার সঙ্গে ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সেতুর দোগাছি সার্ভিস এরিয়ায় হাই কমিশনার শ্রিংলাকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সেতু সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ মন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে পদ্মা সেতুর সর্বশেষ অবস্থা ব্রিফ করা হয় হাই কমিশনারকে। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভারতীয় হাই কমিশনার আশা প্রকাশ করেন, সেতুটি নির্মাণ শেষ হলে বাংলাদেশের জিডিপি বাড়বে। একই সঙ্গে ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলসহ অন্যান্য এলাকা এবং ভারতের যোগাযোগ সহজ হবে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকার মাওয়া পরিদর্শনের পর ভারতীয় হাই কমিশনার স্পিডবোটে করে সেতুর পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তিনি সন্ধ্যা ৬টার দিকে মাওয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। হর্ষ বর্ধন শ্রিংলার এই সফরকালে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম সঙ্গে ছিলেন। তিনি জানান, ভারতীয় হাই কমিশনার দেশের সর্ববৃহত এই প্রকল্পটির খুঁটিনাটি জেনে অভিভূত হন।
×