ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় নির্বাচনী সংঘর্ষে গুলিতে নিহত ১

প্রকাশিত: ০৮:১৬, ২৪ এপ্রিল ২০১৬

পাবনায় নির্বাচনী সংঘর্ষে গুলিতে নিহত ১

বিডিনিউজ ॥ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও বিজিবির ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এমদাদুল হোসেন এমদা (৫০) নামের ওই ব্যক্তি শনিবার সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংঘর্ষে মারা যান বলে পুলিশ সুপার আলমগীর কবির জানান। এমদাদুল বাহাদুরপুর গ্রামের আমজাদ হোসেন আজমতের ছেলে। স্থানীয়রা জানান, গুলিতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ সুপার বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে মথুরাপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগের প্রার্থী সরদার মোহাম্মদ আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে বিজিবি। এ সময় এমদাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে বিজিবির গুলিতেই এমদাদুল মারা গেছেন কি না- তা নিশ্চিত করতে পারেননি পুলিশ সুপার।
×