ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশী-বিদেশী বিনোয়োগ বাড়ানোর আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর

প্রকাশিত: ০৭:৩১, ২৪ এপ্রিল ২০১৬

দেশী-বিদেশী বিনোয়োগ বাড়ানোর আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আরও দেশী ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। বিপুল সম্ভাবনার দেশ হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। ব্যবসায় সফলতা পেয়েছে অনেক বিদেশী উদ্যোক্তা। দেশী-বিদেশী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে বর্তমান সরকার। শনিবার রাজধানীর একটি হোটেল ‘জেএমআই ইন্ট্রাস্ট্রিয়া গ্যাস’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোঃ ওয়াহিদ হোসেন, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, থাই স্পেশাল গ্যাস লিমিটেডের প্রেসিডেন্ট তোসিয়াকি নাকানো, সানমিউং ইন্টারন্যাশনাল ইন কর্পোরেশন অব সাউথ কোরিয়ার ব্যবস্থাপনা পরিচালক এইচ এক কিম প্রমুখ। বাংলাদেশের ওষুধ বিশ্বের শতাধিক দেশে রফতানি হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এই শিল্পের বিকাশে সরকার সব সময় সহযোগিতা করছে, বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচী গ্রহণ করছে। তিনি বলেন, দেশের ওষুধ শিল্পকে যথাযথ পরিচর্যা করতে হলে ভেজাল ওষুধ প্রস্তুতকারকদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। ভেজালকারীদের কারণে প্রকৃত ব্যবসায়ী ও শিল্পের সুনাম নষ্ট হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন কর্মকা-ের খ-চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের অবকাঠামো বেশ মজবুত। একের পর এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে শেখ হাসিনা হেলথ কার্ড কর্মসূচী। নির্মিত হচ্ছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে বাড়ির কাছেই প্রাথমিক সেবা পাচ্ছে গ্রামের সাধারণ মানুষ। নতুন নতুন মেডিক্যাল কলেজ ও চিকিৎসা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। স্বাস্থ্য সেক্টরে বৃদ্ধি করা হয়েছে জনবল ও মেডিক্যাল উপকরণের পরিমাণ। দেশের প্রত্যেক মানুষকে ‘হেলথ ইন্স্যুরেন্স’ এর আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
×