ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৩, ২৪ এপ্রিল ২০১৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ক) সঠিক উত্তরে টিক () চিহ্ন দাও। ১৭. কয়লা পোড়ালে কী উৎপন্ন হয়? ক) সালফারের অক্সইড খ) নাইট্রোজেনের অক্সাইড গ) এমোনিয়ার অক্সাইড ঘ) আয়রনের অক্সাইড ১৮.দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন রোগ হয়? ক) টাইফয়েড খ) আমাশয় গ) ডাইরিয়া ঘ) ফুসফুসে ক্যানসার ১৯.বায়ুর প্রধান উপাদান কোনটি? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড ঘ) হাইড্রোজেন ২০. রান্নাঘরে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? ক) নাইট্রোজেন খ) অক্সিজেন গ) কার্বন মনোক্সাইড ঘ) কার্বন-ডাই-অক্সাইড ২১.ইটের ভাটায় ইট পোড়ানোর ফলে কোন দূষণ ঘটে? ক) মাটি দূষণ খ) বায়ু দূষণ গ) পানি দূষণ ঘ) শব্দ দূষণ ২২.পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে বায়ুতে কোন গ্যাস বৃদ্ধি পায়? ক) নাইট্রোজেন খ) অক্সিজেন গ) সালফার ডাই-অক্সাইড ঘ) কার্বন-ডাই-অক্সাইড ২৩.কার্বন-ডাই-অক্সাইডের ধর্ম কোনটি? ক) বায়ুর চেয়ে ভারী খ) বায়ুর চেয়ে হালকা গ) নিজে জ্বলে ঘ) অন্যকে জ্বলতে সাহায্য করে ২৪.আমাদের গায়ে বায়ুপ্রবাহ এসে লাগলে আমরা ঠান্ডা অনুভব করি কেন? ক) বায়ু তাপ ছাড়ায় বলে খ) বায়ু তাপ শোষণ করে বলে গ) বায়ু তাপ নির্গত করে বলে ঘ) বায়ু জলীয়বাষ্প ঘনীভূত করে বলে ২৫.কয়লার সাথে নিচের কোনটি মিশে থাকে? ক) নাইট্রোজেন খ) অক্সিজেন গ) হাইড্রোজেন ঘ) সালফার ২৬.এসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী? ক) ক্যালসিয়াম অক্সাইড খ) কার্বন-ডাই- অক্সাইড গ) সালফার-ডাই-অক্সাইড ঘ) কার্বন ২৭. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? ক) বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে খ) টারবাইন ঘুরিয়ে গ) সেচপাম্প চালিয়ে ঘ) পালতোলা নৌকা চালিয়ে ২৮. খোলা জায়গায় কাপড় শুকাতে কম সময় লাগে কেন? ক) বায়ু তাপ শোষণ করে বলে খ) বায়ু পানি শোষণ করে বলে গ) বায়ু তাপ নির্গত করে বলে ঘ) বায়ু তাপ বর্জন করে বলে ২৯.বায়ু দূষণমুক্ত রাখার উপায় কোনটি? ক) বনভূমির গাছপালা কেটে ফেলা খ) ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা গ) কলকারখানায় রাসায়নিক চিমনি ব্যবহার না করা ঘ) বদ্ধস্থানে ধূমপান করা ৩০.নাইট্রোজেন গ্যাস নিচের কোন কাজে ব্যবহার করা হয়? ক) ফল পাকাতে খ) অগ্নিনির্বাপক যন্ত্রে গ) মাছ-মাংস সংরক্ষণে ঘ) কোমল পানীয় বোতলে উত্তর : ১.নাই্েরটাজেন ২.অক্সিজেন ৩.কার্বন মনোক্সাইড ৪. কার্বন ডাই-অক্সাইড ৫.অক্সিজেন ৬.অক্সিজেন ৭.অক্সিজেন ৮.ইউরিয়া সার ৯.নাইট্রোজেন। ১০.কার্বন ডাই-অক্সাইড ১১. কার্বন ডাই-অক্সাইড ১২. কার্বন ডাই-অক্সইড ১৩.কার্বন ডাই-অক্সাইড ১৪.বিদ্যুৎ উৎপাদন ১৫. কার্বন ডাই-অক্সইড ১৬.কার্বন মনোক্সাইড ১৭.সালফারের অক্সাইড ১৮. ফুসফুসে ক্যানসার ১৯.নাইট্রোজেন ২০.কার্বন মনোক্সাইড ২১. বায়ু দূষণ ২২.কার্বন ডাই-অক্সাইড ২৩.বায়ুর চেয়ে ভারী ২৪.বায়ু তাপ শোষণ করে বলে ২৫. সালফার ২৬.সালফার ডাই-অক্সাইড ২৭.টারবাইন ঘুরিয়ে ২৮. বায়ু পানি শোষণ করে বলে। ২৯. ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা ৩০.মাছ-মাংস সংরক্ষণে।
×