ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্ফিংয়ে ফাহাদ-মান্নান ও রিফা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ এপ্রিল ২০১৬

সার্ফিংয়ে ফাহাদ-মান্নান ও রিফা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ব্র্যাক চিকেন জাতীয় সার্ফিং’-এ চ্যাম্পিয়ন হয়েছেন ফাহাদ, মান্নান ও রিফা আক্তার। শনিবার কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনালে সিনিয়র পুরুষ বিভাগে ফাহাদ চ্যাম্পিয়ন এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে নাসিম হোসেন ও কামাল। জুনিয়র পুরুষ বিভাগে মান্নান চ্যাম্পিয়ন এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে সেলিম ও সাগর। মহিলা বিভাগে রিফা চ্যাম্পিয়ন এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে আয়েশা আক্তার ও শবে মেহরাজ। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ও রানারআপদ্বয়কে যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা করে দেয়া হয়। জুনিয়র বিভাগে যথাক্রমে ১৫, ১০ ও পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। এছাড়া মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ও দুই রানারআপকে যথাক্রমে ১৫, ১০ ও ৫ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ। এ সময় পৃষ্ঠপোষক ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন। মেরিনার্সের কোচ গেরহার্ড পিটার স্পোর্টস রিপোর্টার ॥ আবার ফিরছেন গেরহার্ড পিটার। তবে এবার বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হয়ে নয়, ঢাকা মেরিনার্স ইয়াংসের কোচ হিসেবে। শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান এই জার্মান কোচ। রবিবার ক্লাব প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপন করবে মেরিনার্স। দলকে শক্তিশালী করতে পিটার স্বদেশী দুই খেলোয়াড়ও সঙ্গে নিয়ে এসেছেন। প্রিমিয়ার লীগের দলবদলে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে মেরিনার্স। দলে রয়েছেন হালের ড্র্যাগ এ্যান্ড ফ্লিক বিশেষজ্ঞ হিসেবে আলোড়ন তোলা মোহাম্মদ আশরাফুল ও একাধিক অভিজ্ঞ খেলোয়াড়। পিটার ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হকি কোচ হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০১০ সালে এসএ গেমসে তার অধীনে বাংলাদেশ তাম্রপদক জয় করে। জাতীয় দল ছাড়াও তিনি এর আগে ঢাকা মোহামেডানেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি প্রথম বিদেশী হিসেবে ভারতীয় জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন।
×