ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনের মুখোমুখি কলকাতা, ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চায় গুজরাট

শীর্ষস্থান ধরে রাখার লড়াই সাকিবের কলকাতার

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ এপ্রিল ২০১৬

 শীর্ষস্থান ধরে রাখার লড়াই সাকিবের কলকাতার

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দারুণ হয়েছিল। সেটা বিস্ময়করই ছিল সবার কাছে। কারণ এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নবাগত দল গুজরাট লায়ন্স। টানা তিন ম্যাচ জয়ের পর অবশ্য হার দেখেছে তারা সানরাইজার্স হায়দরাবাদের। তবে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঠিকই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে শীর্ষেই আছে। আজ দু’দলেরই শীর্ষস্থান ধরে রাখার লড়াই। ঘরের মাঠ রাজকোটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট। বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে ব্যাঙ্গালুরু অবশ্য বেশ চাঙ্গা মনোভাব নিয়েই নামবে। কারণ বিরাট কোহলির দল রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে। আর টানা হারে বেশ বেকায়দায় মহেন্দ্র সিং ধোনির পুনে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কেকেআরের বিরুদ্ধে আজ রাতে নিজেদের মাঠে বিপর্যস্ত ধোনিরা নামবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে। আর সাকিবদের লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা। প্রথম দুই ম্যাচে কেকেআর একাদশে জায়গা হয়নি সাকিবের। কিন্তু এরপর টানা দুই ম্যাচ খেলেছেন তিনি দলের হয়ে। জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দুটো খেলে তেমন ভাল করতে না পারলেও দলের জয় দেখেছেন সাকিব। সবমিলিয়ে ৭ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট। আর ব্যাট হাতে গত ম্যাচে নামার সুযোগ পেলেও ধীরগতিতে ব্যাট চালিয়ে মাত্র ১১ রান করেছেন সাকিব। টানা দুটি জয়ের কারণে আপাতত একাদশে কোন পরিবর্তন আনার সম্ভাবনা নেই কেকেআরের। ৪ ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে তারা। নেট রানরেটেও এগিয়ে থাকার সুবাদে আছে এককভাবে শীর্ষে। আজ পুনের বিরুদ্ধে অবশ্য তাদের মাটিতেই মুখোমুখি হতে হবে। কিন্তু এবার নতুন দল নিয়ে দারুণ বিপাকে আছেন ধোনি। তার নেতৃত্বে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে পুনে। আছে আট দলের চলমান এ আসরের পয়েন্ট তালিকায় সাতে। অথচ দক্ষিণ আফ্রিকার ওপেনার ফাফ ডু প্লেসিস, সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আছেন এ দলটিতে। গত ম্যাচে এ ত্রয়ী ছিলেন পুরোপুরি ব্যর্থ। আর দলগতভাবে জ্বলে উঠতে না পারাতেই ধোনির দলটির এ ভরাডুবি। আজ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ ঘরের মাঠে। অথচ শুরুটা গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশাল জয় দিয়ে শুরু করেছিল পুনে।
×