ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ ‘দ্য ফেনোমেনাল’, মাহমুদুল্লাহ ‘দ্য সাইলেন্ট কিলার’

মাশরাফির দেয়া নাম

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ এপ্রিল ২০১৬

মাশরাফির দেয়া নাম

স্পোর্টস রিপোর্টার ॥ যখন কেউ অন্যকে নিয়ে প্রশংসা করে, তখন কি আর নিজেকে নিয়ে করতে পারে? বাংলাদেশ দলের নির্ধারিত ওভারের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও যেন তাই করলেন। জাতীয় দলের ক্রিকেটারদের একেকজনের নাম দিলেও নিজের নাম দিলেন না ‘দ্য ক্যাপ্টেন।’ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও নাসির হোসেনের নাম দেন। বিশ্লেষণ হিসেবে ১০ ক্রিকেটারের নাম দিলেও সেখানে নিজের নামের পাশে কোন নামই দেননি। বর্তমানের ক্রেজ মুস্তাফিজুর রহমানকে ‘দ্য ফেনোমেনাল’ মানে ‘বিস্ময়কর’ ও মাহমুদুল্লাহ রিয়াদকে ‘দ্য সাইলেন্ট কিলার’ মানে ‘নীরব ঘাতক’ নামে বিশ্লেষণ করলেন। ওপেনার তামিমকে বলা হয়েছে ‘দ্য ডেস্ট্রয়ার’ মানে ‘ধ্বংসকারী’। আরেক ওপেনার সৌম্যকে তার ব্যাটিং স্টাইলের ওপর নির্ভর করেই মাশরাফি নাম দিয়েছেন ‘দ্য পাওয়ার হাউস’ মানে ‘শক্তির উৎস’। মাহমুদুল্লাহ রিয়াদকে ‘দ্য সাইলেন্ট কিলার’ বা ‘নীরব ঘাতক’ নামে বিশ্লেষণ করেছেন। আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম পেয়েছেন ‘ইঞ্জিন’ মানে ‘চালিকাশক্তি’ নাম। বিশ্বের অন্যতম ও বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক মাশরাফি বলছেন ‘অক্সিজেন’। নামের ‘স্কোয়াড’ এ দেশের একমাত্র টি২০ স্পেশালিস্ট সাব্বির রহমানকে ‘ট্রেডমিল’ বলেছেন মাশরাফি। পাশে আবার লিখে দিলেন ‘রান মেশিন’। অভিষেক থেকে শুরু করে বিস্ময় জাগানো মুস্তাফিজুর রহমানের নাম দিয়েছেন ‘দ্য ফেনোমেনাল’ মানে ‘বিস্ময়কর’। মাশরাফির ‘হিরো’ তাসকিন আহমেদের গতি আর সুদর্শন চেহারার জন্য নামই দিলেন ‘দ্য সেনসেশনাল’ মানে ‘উত্তেজনাপূর্ণ’। ডেথ ওভারে বাংলাদেশের স্পেশালিস্ট পেসার আল আমিনকেও নামের মধ্যে দিয়েই প্রশংসায় ভরিয়ে তুললেন। দামি হীরার সঙ্গে তুলনা করে নাম দিয়েছেন ‘দ্য এক্সপেনসিভ ডায়মন্ড’ মানে ‘দামী হীরা’। আর নাসিরকে দিয়েছেন ‘গিয়ার বক্স’। কারণ, ম্যাচের মোড় ঘোরাতে ‘ওস্তাদ’ নাসির। শেষে লিখেও দিলেন, ‘নট টু ব্যাড, ইজ নট ইট?’
×