ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান রুমন হাফিজ ও মহাসচিব মোয়াজ্জেম

প্রকাশিত: ০৬:২৪, ২৪ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান রুমন হাফিজ ও মহাসচিব মোয়াজ্জেম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রট প্রটেকশন এ্যাসোসিয়েশনের নির্বাচনে সেতু কর্পোরেশনের রুমন হাফিজ চেয়ারম্যান এবং এ্যাসাইন ক্রপ কেয়ারের কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ মহাসচিব নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সারা কেমিক্যালসের সিদ্দিকুল ইসলাম। এছাড়া কৃষিবিদ মারুফুজ্জামান টুটুল যুগ্ম মহাসচিব, আবদুল আলীম সাংগঠনিক সম্পাদক, নাসির উদ্দিন আহমেদ প্রচার সম্পাদক, পঙ্কজ গিলবার্ট কোস্তা ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কাজী লুৎফর রহমান, কষিবিদ মাহবুবুর রহমান, পার্থ সারথি রায়, আয়ুব আলী ও কৃষিবিদ শামসুল আলম আখন্দ। ভারতে নিজস্ব শোরুম খুলতে ফের আবেদন এ্যাপলের ভারতে নিজস্ব বিপণি চালু করতে ফের আবেদন জানাল এ্যাপল। একই সঙ্গে চীনা মোবাইল নির্মাতা শাওমিও এ জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন এক সরকারী কর্তা। এখন শাওমি অনলাইন ও বিভিন্ন সংস্থার সঙ্গে জোট বেঁধে ভারতে মোবাইল বেচে। -অর্থনৈতিক রিপোর্টার ৮ সচিবের পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদসহ আট সচিব পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন করলেন। এ সময় উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার সকাল ১০টায় তারা হেলিকপ্টারযোগে পায়রা বন্দরে অবতরণ করেন। তারা সমুদ্রবন্দরে প্রস্তাবিত অর্থনৈতিক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, সড়ক পরিবহন ও সেতু সচিব এমএএন সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-১ নাফিউল হাসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, ভূমি সচিব মেজবাহউল আলম, বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, সাপোর্ট-টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজা’র প্রকল্প পরিচালক হারুন-অর-রশীদ, প্রধান বনসংরক্ষক ইউনুচ আলী উপস্থিত ছিলেন। -নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া
×