ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিপার জরুরী অস্ত্রোপচারে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৬:২১, ২৪ এপ্রিল ২০১৬

রিপার জরুরী অস্ত্রোপচারে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ নবম শ্রেণীর মেধাবী ছাত্রী রিপা আক্তারের (১৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ছোটবেলায় রিপার গালের ডান পাশে কুকুর কামড় দিয়েছিল। তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু কামড়ের দাগটি রয়ে যায়। বর্তমানে সেই দাগটি বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ডান চোখ ঢেকে যেতে বসেছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রিপার মাতা-পিতার পক্ষে চিকিৎসার টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। পিতা কানচন শিকদার একজন দিনমজুর। তিনিই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায়, রিপার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৩৯৫৪৮৮৪৭ (বিকাশ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×