ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুভেচ্ছা এলো মহাকাশ থেকে

প্রকাশিত: ০৬:১৮, ২৪ এপ্রিল ২০১৬

শুভেচ্ছা এলো মহাকাশ থেকে

রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। সব থেকে আশ্চর্য বার্তাটি এলো মহাকাশ থেকে। ব্রিটিশ নভোচারী টিম পিক টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি তার মহাকাশযানে শূন্য ভেসে রয়েছেন। আর তার হাতে ধরা একটি কার্ড, তাতে লেখা ‘হ্যাপি বার্থ ডে ইওর ম্যাজেস্টি’। এই ছবি সোস্যাল মিডিয়ায় কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গে ৫ হাজার লাইকও পড়ে সেই ছবিতে। ব্রিটিশ ওই নভোচারী এ উপলক্ষে সজ্জিত হয়েই পোজ দেন। এ সময়ে তার পরনে সায়েন্স ইজ গ্রেট ব্রিটেন লেখা একটি টি-শার্ট ছিল। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এই মুহূর্তে ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী দলের মধ্যে পিকই এই মুহূর্তে একমাত্র ব্রিটিশ। তিনি যে কেবল এবারই প্রথম মহাকাশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠালেন তাই নয়, জানুয়ারি মাসেও তিনি দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলো মহাকাশ থেকে অসাধারণ সুন্দর দেখায়। ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পর সেটি এ পর্যন্ত ২৭ হাজার বার দেখা হয়েছে। পিক গতবছর ১৫ ডিসেম্বর থেকে মহাকাশ কেন্দ্রে রয়েছেন। -টেক টাইমস
×