ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:১৭, ২৪ এপ্রিল ২০১৬

নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সঙ্গে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীেেদর জেতাতে গোপন চুক্তি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের ঐতিহ্য নির্বাচনকে রক্তাক্ত করা, সেই পৈশাচিক ঐতিহ্য তারা ধরে রেখেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই সশস্ত্র সন্ত্রাসীদের সহিংসতা ও ভোট ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করে আসছে দেশবাসী। রিজভী বলেন, ভোট ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের এক হাতে টাকা, অন্য হাতে অস্ত্রের ঝলকানি। আর তাদের মাথায় প্রধানমন্ত্রীর আশীর্বাদ। তাই এ সকল গু-া-পা-াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঝুঁকি নিচ্ছে না নির্বাচন কমিশন। কারণ, ঝুঁকি নিলে যদি চাকরি চলে যায়। আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে প্রতিটি নির্বাচন নিয়ে তামাশার খেলা খেলেছে। এবারও দেশব্যাপী প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপ পর্যন্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় পেশীশক্তি প্রদর্শন করেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনে সহিংসতা রোধে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি দেশবাসীর কাছে রসিকতা বলে মনে হয়েছে। তিনি বলেন, সব ক’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেই ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, বিএনপির সমর্থিত প্রার্থীদের বাড়ি বাড়ি প্রশাসনের হামলা এবং তাদের এলাকা ছাড়া করা হয়েছে। নির্বাচন কমিশনারের সমালোচনা করে রিজভী বলেন, তারা রক্তাক্ত সহিংসতা ঠেকাতে কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না। রিজভী বলেন, সরকার আজ পরাজয়ের মুখে দাঁড়িয়েছে। তাদের দখল করা ক্ষমতার স্বর্গ টিকিয়ে রাখার বিরুদ্ধে জনগণের ওপর দশগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। গণতন্ত্রের অপরিহার্য শর্ত হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনকে সরকার উপহাসে পরিণত করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, কাজী আবুল বাসার প্রমুখ।
×