ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবজাতক বিক্রির চেষ্টা ॥ ক্লিনিক মালিকের জেল

প্রকাশিত: ০৬:১৬, ২৪ এপ্রিল ২০১৬

নবজাতক বিক্রির চেষ্টা ॥ ক্লিনিক মালিকের জেল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগের একটি ক্লিনিকে নবজাতক বিক্রির চেষ্টার অভিযোগে ক্লিনিক মালিক আনোয়ারা আক্তারকে ছয় মাসের কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা তিনটার দিকে ওই নবজাতককেও উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, নন্দীপাড়ায় তালুকদার জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনসিস সেন্টার নামে একটি ক্লিনিকে নবজাতক বিক্রি হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব-৩’র একটি দল। পরে ওই ক্লিনিকের মালিক ও তিন কর্মচারীকে আটক করা হয়। র‌্যাব-৩’র সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ বলেন, ৩ দিন আগে শামীমা নামে এক নারী ওই নবজাতকের জন্ম দেন। কিন্তু নবজাতকের ভরণপোষণ করতে পারবেন না চিন্তা করে ওই মা নবজাতককে বিক্রির জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে অনুরোধ করেন বলে প্রচার করা হয়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক আহমেদ ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে নন্দীপাড়ায় সেই ক্লিনিকে অভিযান চালিয়ে ৩ দিনের ওই নবজাতককে (ছেলেসন্তান) বিক্রির সময় হাতেনাতে ধরে। এ সময় ক্লিনিক মালিক আনোয়ারা আক্তারকে (৪৪) আটক করা হয়। এরপর তাকে ছয়মাসের কারাদ- প্রদান করা হয় । জিজ্ঞাসাবাদে জানা যায়, ক্লিনিকটিতে শামীমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়। তার স্বামীর নাম সোহেল। বাড়ি জামালপুরের মেলান্দহে।
×