ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন আর না ঘটে ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৬:১৪, ২৪ এপ্রিল ২০১৬

রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন আর না ঘটে ॥ বার্নিকাট

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা এখনও প্রতিদিন নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়ত যাবে না। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে রানা প্লাজার মতো দুর্ঘটনা আর যেন না ঘটে। শনিবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘স্মরণে সাভার ট্র্যাজেডি : সঠিক ক্ষতিপূরণ ও উপযুক্ত জীবিকায় পুনর্বাসনের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাকের আয়োজনে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিচালক গহ্বর নাইম ওয়ারা, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনার বোর্ডের যুব প্রতিনিধি রেজওয়ান নবীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের শ্রমিকরা যেন শক্তিশালী পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তা দ্বারা সুরক্ষিত থাকে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবই করেছে। আমি বিশ্বাস করি, শ্রমিকদের জোরালো ও শক্তিশালী মতামতই কর্মপরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে তারা যেন বলতে পারেন, আমরা ফেটে যাওয়া ভবনে কাজ করব না। শ্রমিকদের সেসব কথা শোনা হবে ও সম্মান জানানো হবে। শ্রমিকদের অধিকার উন্নয়নে সেসব মতামতকে শক্তিশালী করতে সরকার, ব্যক্তিগত খাত, আইএলও এবং অন্যান্য মিশনের সঙ্গে আমরা সব সময় সংশ্লিষ্ট রয়েছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে দুর্ঘটনা থেকে রক্ষায় ভালভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এটা দুর্ভাগ্যজনক যে কর্মস্থলে দুর্ঘটনা কমানো সম্ভব হলেও তা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আহতদের আমরা কিভাবে সহায়তা করব সেটা গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশকেই এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে নিজেদের পথ খুঁজে বের করতে হবে। মার্শা বার্নিকাট বলেন, তিন বছর আগে রানা প্লাজার ভবন ধস ও তার নিচে শ্রমিকদের চাপা পড়ার ঘটনা বাংলাদেশের নিরাপত্তাজনিত ব্যাপারে বিশ্বের নজর কেড়েছে। একদিনে বাংলাদেশ প্রাণ হারিয়েছেন ১১শ’রও বেশি শ্রমিক। শত শত শ্রমিক আহত হয়েছেন। আমি বিশ্বাস করি ওইদিনে মানুষ যা মূল্য দিয়েছে তার স্মৃতিচারণ করাটাও গুরুত্বপূর্ণ। কারখানার নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার কথা উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ১৫ লাখ ডলার প্রদান করেছে। এর মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধিফতরকে প্রশিক্ষণ প্রদান, সরঞ্জামাদি, নীতিগত সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের অগ্নি ও ভবন নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়ার জন্য আমরা সলিডারিটি সেন্টারকে ১০ লাখ ডলার প্রদান করেছি। অনুষ্ঠানে দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের জীবনযুদ্ধ ও শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে একটি প্রকাশনা উদ্বোধন করা হয়। এ ছাড়া এসব শ্রমিকের সাফল্য ও প্রয়োজনভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনী হয়। উল্লেখ্য, তিন বছর আগে সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ১১শ’র বেশি শ্রমিক নিহত হন। রানা প্লাজা দুর্ঘটনার বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক।
×