ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দু’দলের ব্যর্থ শাসনে মানুষ দিশেহারা ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:১৪, ২৪ এপ্রিল ২০১৬

দু’দলের ব্যর্থ শাসনে মানুষ দিশেহারা ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ যেভাবে ইউপি নির্বাচন হচ্ছে, আগামীতে সেভাবে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার ওপর আর কোন আস্থা রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনকে জাতীয় পার্টি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। এর কোন বিকল্প নেই। আমরা দেখিয়ে দিতে চাই জাতীয় পার্টিই মানুষের আশা আকাক্সক্ষা পূরণ করতে পারে। দেশবাসীর নিরাপত্তা ও প্রত্যাশা পূরণের জায়গা হবে জাপা। শনিবার দলীয় চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, গত ২৫ বছরে দুটি দলের ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশজুড়ে চলছে চরম অরাজকতা। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি সাধারণ মানুষের এখন আর কোন আস্থা নেই। তাদের জনপ্রিয়তা এখন তলানিতে। এই সুযোগ জাতীয় পার্টিকেই গ্রহণ করতে হবে। এরশাদ বলেন, এখন থেকে আমাদের লক্ষ্য একটিই তা হলো আগামী নির্বাচনে ক্ষমতায় আসা। সবার মনে রাখতে হবে ক্ষমতায় টিকে না থাকতে পারলে রাজনীতি থাকে না। ক্ষমতায় গেলে মানুষের জন্য ভাল কাজ করলে সবাই মনে রাখে। ভোট দেয়। আমি রাষ্ট্রক্ষমতায় থাকতে মানুষের জন্য সব সময় কাজ করার চেষ্টা করেছি। সে কারণেই সবাই এখনও মনে রেখেছে। সবাই বলে জাতীয় পার্টি ক্ষমতায় এলে আবারও শান্তি আসবে। দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ থাকবে না। তাই যেখানেই যাই সবার এক কথা আপনি ক্ষমতায় আসুন। অর্থাৎ মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয়ার জন্য বসে আছে। আর ক্ষমতায় ছিলাম বলেই, কারাগারে থেকে নির্বাচন করে পাঁচটি আসনে জয়ী হয়েছিলাম। এখনও দাঁড়ালে বিপুল ভোটে পাস করি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমার ভোট আমি দেবো’- এই অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আসন্ন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি.এম. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি- জাতীয় পার্টির আসন্ন জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, এসএম আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আতিকুর রহমান আতিক, আনম শাহজাহান, রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, মুজিবুর রহমান সেন্টু, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, শফিকুল ইসলাম মধু, হোসেইন মকবুল শাহরিয়ার আসিফ, নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, আব্দুল্লাহ সিদ্দিকী, কাজী আশরাফ সিদ্দিকী, ড. হারুন অর রশীদ, আলহাজ শওকত চৌধুরী, মোঃ নোমান এমপি, সুলতান মাহমুদ প্রমুখ।
×