ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:৪০, ২৪ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে চারটি ভিন্ন বাড়িতে শুক্রবার একই পরিবারের আটজনকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ হত্যাকা- কে বা কারা ঘটিয়েছে তার অনুসন্ধানে ৩০ জনের বেশি ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। খবর বিবিসি ও এএফপি’র। পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর ও অন্যরা সব প্রাপ্তবয়স্ক। তবে হামলায় তিন শিশু রক্ষা পেয়েছে। ওয়াইওর এ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিহতরা সবাই রোডেন পরিবারের সদস্য। নিহতদের কাউকে আগের রাতেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকজনের মৃতদেহ তাদের বিছানায় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মা আছেন। পাশেই তার চার দিন বয়সী একটি শিশু ঘুমিয়ে ছিল। ঘটনাটি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে থাকা এক যাজক বলেন, পারিবারিক কলহের জেরে সহিংস ঘটনাটি ঘটে থাকতে পারে। রিডার বলেন, অস্ত্রধারী ও ভয়াবহ বিপজ্জনক কোন খুনী এ হত্যাকা- ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শেরিফ জানান, পুলিশ এখনও ঘটনার কারণ উদ্ঘাটন করতে পারেনি এবং মৃতদের শনাক্ত করতে পারেনি। হত্যাকারী আত্মহত্যা করেছে কিনা, সে ব্যাপারেও নিশ্চিত হতে পারেনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় পিবলস এলিমেন্টারি ও পিবলস হাই স্কুলে তালা লাগিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এদিকে উত্তরাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যে অপর দুটি পৃথক ঘটনায় পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকা-গুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় শবপরীক্ষক ভারনন কোলিন্স বলেন, দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ঘটনা দুটির মধ্যে সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রায় ৩০ হাজার লোক প্রাণ হারায়। ‘পপ স্টার প্রিন্সের মৃত্যু আত্মহত্যা নয়’ যুক্তরাষ্ট্রের পপ সুপার স্টার প্রিন্স আত্মহত্যা করেছেন এটি বিশ্বাস করার কোন কারণ নেই বলে জানিয়েছেন মিনেসোটা কাউন্টি শেরিফ। প্রিন্সের মরদেহের ময়নাতদন্তের পর শেরিফ এই কথা জানিয়েছেন। খবর বিবিসির। মিনেসোটার পেইসলি পার্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই শিল্পীর স্টুডিও কমপ্লেক্সের একটি লিফটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঠিক কীভাবে ৫৭ বছর বয়সী প্রিন্সের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু দিন ধরে তার অসুস্থতার গুঞ্জন চলছিল। শেরিফ জিম অলসন জানান, তার শরীরে মানসিক ভীতি বা সমস্যাজনিত কোন লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী নিঃসঙ্গ অবস্থাতেই মৃত্যুবরণ করেছে বলে মনে হচ্ছে। প্রিন্সের মৃত্যুতে ভক্ত ও অনুরাগীরা গাঢ় বেগুনি রঙের পোশাক পরিধান করে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। লালচে বেগুনি বা পার্পেল এই রংটি কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে সম্পর্কিত। শেরিফ অলসন জানিয়েছেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে কয়েক সপ্তা লেগে যেতে পারে। মিসরে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় মিসরে সোমবারের সরকারবিরোধী বিক্ষোভকে সামনে রেখে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। আটক করা ব্যক্তিদের মধ্যে মানবাধিকারকর্মী ও আইনজীবীরাও রয়েছেন। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার মিসরের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। একদল আইনজীবী এ কথা জানান। খবর এএফপির। আটককৃত ৫৯ জনের একটি তালিকা প্রকাশ করেছেন আইনজীবীরা। এদের গত বৃহস্পতিবার কায়রো থেকে আটক করা হয়। বাড়ি ও রেস্তরাঁ থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। ধরপাকড় এখনও চলছে। সিসির বিরুদ্ধে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের মধ্যে ৬ এপ্রিলের আন্দোলনকারীরাও রয়েছেন, যারা ২০১১ সালে আরব বসন্তের মাধ্যমে তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করেছিলেন।
×