ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপী

পাকিস্তানে বিলিয়নিয়ারের তালিকায় প্রধানমন্ত্রী নওয়াজের নাম

প্রকাশিত: ০৪:৩৯, ২৪ এপ্রিল ২০১৬

পাকিস্তানে বিলিয়নিয়ারের তালিকায় প্রধানমন্ত্রী নওয়াজের নাম

বিতর্কিত পানামা পেপার্স ফাঁস হওয়ার মধ্যেই এবার বেরিয়ে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ব্যক্তিগত সম্পদের খোঁজ। পাকিস্তানের অন্যতম ধনী রাজনীতিবিদ নওয়াজের ব্যক্তিগত সম্পদের পরিমাণ গত চার বছরে দুইশ কোটি রুপীতে পৌঁছেছে। দেশটির নির্বাচন কমিশন বৃহস্পতিবার শরীফের ২০১৫ সালের সম্পদের হিসাব প্রকাশ করলে বিষয়টি সবার নজরে আসে। আইন মোতাবেক কমিশন সদস্যদের সম্পদের হিসাব হালনাগাদ করে থাকে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। নওয়াজ ও তার স্ত্রীর ব্যক্তিগত সম্পদের মূল্য গত চার বছরে একশ কোটি থেকে বৃদ্ধি পেয়ে দুইশ কোটি রুপী হয়েছে। তবে বিদেশে নওয়াজের কোন নিজস্ব সম্পত্তি নেই বলে জানা গেছে। নওয়াজের সম্পদের মূল্য ২০১১ সালে ছিল ১৬ কোটি ৬০ লাখ রুপী, ২০১২ সালে এটি বেড়ে দাঁড়ায় ২৬ কোটি ১৬ লাখ রুপী এবং ২০১৩ সালে এটি আরও বেড়ে হয় একশ কোটি ৮২ লাখ রুপী, যা তাকে বিলিয়নিয়ার করেছে। নির্বাচন কমিশন জানায়, পুত্র হুসেইন নওয়াজ ২০১৫ সালে বিদেশ থেকে ২১ কোটি ৩০ লাখ রুপী নওয়াজকে পাঠিয়েছিলেন। এর আগে তিনি তার পুত্রের কাছে থেকে ২০১৪ ও ২০১৩ সালে যথাক্রমে ২৩ কোটি ৯০ লাখ ও ১৯ কোটি ৭৫ লাখ রুপী নেন। নওয়াজ দেশটির পার্লামেন্টে হাতে গোনা মাত্র কয়েকজন বিলিয়নিয়ারের মধ্যে অন্যতম। অন্য বিলিয়নিয়ররা হলেন জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসী, খাইবার পাখতুনখোয়ার আইনপ্রণেতা খায়াল জামান ও সাজিদ হুসাইন তুরি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজের উপহার হিসেবে পাওয়া একটি টয়োটা ল্যান্ড ক্রুজারসহ দুটি মার্সিডিজ গাড়ি রয়েছে। তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটি তার মায়ের নামে। নওয়াজের অবশ্য বেশ কয়েকটি বিদেশী ও স্থানীয় ব্যাংক এ্যাকাউন্ট রয়েছে। এছাড়া শরীফের বিস্তৃত কৃষি জমি এবং শিল্প ইউনিট যেমন: চিনি, টেক্সাইল ও পেপার মিলের মতো অসংখ্য খাতে বিনিয়োগ রয়েছে। তিনি অবশ্য প্রথমবারে মতো ঘোষণা করেছেন, ২০ লাখ রুপী সমমূল্যের পশু-পাখির মালিকানাও রয়েছে তার। নওয়াজের স্ত্রী কুলসুন নওয়াজের এ্যাবোটাবাদের চ্যাংগা গলিতে প্রায় আট কোটি রুপী মূল্যের ভূমি ও বাড়ি এবং মারি শহরে ১০ কোটি রুপীর একটি বাংলো ছাড়াও পারিবারিক বেশ কয়েকটি ব্যবসায় অংশীদারিত্ব রয়েছে। পানামা পেপার্স ফাঁস নিয়ে যখন বিশ্বব্যাপী বিতর্ক চলছে ঠিক তখনই নওয়াজ শরীফের সম্পদের এই বিবরণ প্রকাশ করল নির্বাচন কমিশন। নওয়াজের তিন সন্তানের অপশোর কোম্পানির সঙ্গে জড়িত থাকার বিষয়টি পানামা পেপার্সে পাওয়া গেছে। শরীফের দুটি পুত্র সন্তান রয়েছে। এদের একজন হাসান, অন্যজন হুসেইন। এরা দুজনেই বিদেশে থাকেন। ধারণা করা হয়, তারা দুজনই বিলিয়নিয়ার।
×