ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষক হত্যার বিচার দাবি জাসদের

প্রকাশিত: ০৪:৩৬, ২৪ এপ্রিল ২০১৬

রাবি শিক্ষক হত্যার বিচার দাবি জাসদের

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানতে পেরেছি যে, আজ সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে অজ্ঞাতনামা সশস্র দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশের ধারণা, ধর্মীয় উগ্রগোষ্ঠী এর পেছনে থাকতে পারে। বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য ডাঃ জাকারিয়ার দায়িত্ব গ্রহণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) নিযুক্ত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া (স্বপন)। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ তাকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব খান মোঃ নুরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া (স্বপন) গতকাল শনিবার দায়িত্ব গ্রহণ করে তাঁর অফিসে কাজে যোগ দিয়েছেন। -বিজ্ঞপ্তি প্রশংসনীয় উদ্যোগ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সম্প্রতি মোড়ে মোড়ে ময়লা ফেলার ডাস্টবিন বসানো হয়েছে। স্বল্প পরিসরে হলেও এই উদ্যোগ ইতোমধ্যে সকল শ্রেণীর প্রশংসা কুড়িয়েছে। অনেকে এখন এই নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলছেন। ঢাবির টিএসসি থেকে শনিবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। শখ বলে কথা শখের তোলা ৮০ টাকা- কথাটির প্রমাণ মিলল জাফরি আহমেদকে দেখে। ভয়ঙ্কর ঈগল পুষে ইতোমধ্যে অনেকের নজরে এসেছেন তিনি। রাস্তায় বের হলে ঈগলটি তার সঙ্গেই থাকে। এটিকে দেখলে ভড় জমায় পথচারী। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×