ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এক ব্যক্তির পায়ুপথে কমপ্রেসার দিয়ে হাওয়া দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:৩৬, ২৪ এপ্রিল ২০১৬

রাজধানীতে এক ব্যক্তির পায়ুপথে কমপ্রেসার দিয়ে হাওয়া দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডা সাঁতারকুলে মোহাম্মদ আহসান (২৫) নামের এক কাঠমিস্ত্রির পায়ুপথে কমপ্রেসার দিয়ে হাওয়া দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জনকণ্ঠকে জানান, সকালে বাড্ডার সাঁতারকুলের ঢাকা টিম্বার কমপ্লেক্সের কাঠমিস্ত্রি মোহাম্মদ আহসান (২৫) ঘুমিয়েছিলেন। এ সময় ‘দুষ্টুমি করে’ তার সহকর্মীরা কমপ্রেসার দিয়ে ওই কাঠমিস্ত্রির মলদ্বারে হাওয়া দেয়। এতে কাঠমিস্ত্রী আহসানের পেট ফুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা টিম্বার কমপ্লেক্সের ম্যানেজার মোঃ জহির জানান, শনিবার সকালে দুষ্টুমি করে আহসানের পায়ুপথে দোকানের কাঠ পরিষ্কার করার কাজে ব্যবহৃত কমপ্রেসার ঢুকিয়ে দেয় তার সহকর্মী সাদ্দাম, কামরুল ও আব্দুল আওয়ালসহ কয়েকজন মিলে। হাওয়া দেয়ার সময় আহসান চিৎকার করে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বেলা সাড়ে ১১টায় আহসানকে হাসপাতালে আনা হয়েছে। ওই কাঠমিস্ত্রীর পেট ফুলে গিয়েছে। তার আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। চট্টগ্রামে জব্বারের বলী খেলা কাল ॥ মেলা শুরু আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঐতিহ্যবাহী ১০৭তম জব্বারের বলীখেলা উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু হচ্ছে আজ রবিবার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জব্বারের কুস্তিখেলা কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। কাল ২৫ এপ্রিল ঐতিহ্যবাহী বলীখেলার আয়োজনে মেতে উঠবে প্রায় ২শ’ বলী। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের বলীরা সাধারণ বাউটে লড়বে। চ্যালেঞ্জিং বাউটে লড়বে চার থেকে ছয় বলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করা হচ্ছে। চ্যাম্পিয়ন বলীকে ২০ হাজার টাকা সম্মানীসহ ক্রেস্ট দেয়া হবে। রানারআপ পাবেন ১৫ হাজার টাকার চেক ও ক্রেস্ট। সাধারণ বাউটে যারা লড়বেন তাদের সান্ত¡না পুরস্কার হিসেবে মেডেল পরিয়ে দেয়া হবে। সোমবার বিকেল সাড়ে ৩টায় এবারের বলীখেলার উদ্বোধন করবেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। খেলা পরিচালনা করবেন কাউন্সিলর ও রেফারি আবদুল মালেক। সংবাদ সম্মেলনে জব্বারের কুস্তিখেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আয়োজক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্রামীণফোনের আয়োজনে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে সিটি কর্পোরেশন এবং জেল রোডের শহীদ মিনার পর্যন্ত বসবে বৈশাখীমেলা।
×