ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌলবাদ-জঙ্গীবাদ উন্নয়নের সবচেয়ে বড় বাধা ॥ মেনন

প্রকাশিত: ০৪:৩৬, ২৪ এপ্রিল ২০১৬

মৌলবাদ-জঙ্গীবাদ উন্নয়নের সবচেয়ে বড় বাধা ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি-জামায়াত মদদ দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, মৌলবাদ-জঙ্গীবাদ হলো দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। শনিবার দলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ১৪ দলের অন্যতম এই শরিক নেতা মেনন বলেন, পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপ দিয়েছিলেন কমরেড লেনিন। মানব মুক্তি ও মানুষের সাম্য সমতার ও সমাজতন্ত্রের ধারণাটিকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। পৃথিবীর শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থের স্বপক্ষের রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে তা প্রমাণ করেছেন। মহামতি লেনিন সেই কারণেই নিপীড়িত মানুষের বিশ্বনেতা। আজকের সময়ে লেনিনের নির্দেশিত পথ এখনও আমাদের দিশা হিসেবে কাজ করছে একথা উল্লেখ করে মেনন বলেন, পৃথিবীজুড়ে নতুন করে শোষণ-বৈষম্য, নিপীড়ন, নির্যাতন বেড়েছে। যুদ্ধবিগ্রহ লাগিয়ে পুঁজিবাদকে রক্ষা করার চিরায়ত কৌশল সাম্রাজ্যবাদ অব্যাহত রেখেছে। তাদের যুদ্ধবাদীনীতি পৃথিবীর দেশে দেশে সাধারণ মানুষকে গৃহহারা, দেশহারা, সর্বহারায় রূপান্তরিত করছে। জঙ্গী ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, জাতিগত দাঙ্গা বিদ্বেষ সাম্রাজ্যবাদী নয়া কৌশল এখন তাদের প্রধান হাতিয়ার। বাংলাদেশের প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াতের রাজনীতিকে ঐ পক্ষ মদদ দিয়ে চলেছে উল্লেখ করে মেনন বলেন, লেনিনকে অনুধাবন করতে হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় বিকশিত করে দেশের সকল গরিব, কৃষক, খেতমজুর, মেহনতি মানুষের লড়াইকে ঐক্যবদ্ধ করে সমাজ বিপ্লবের দিকে ধাবিত করতে হবে। ৬৪ জেলায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শুরু স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বাড়াতে দেশের ৬৪ জেলার নির্বাচিত সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজে আইসিটি ‘ক্যারিয়ার ক্যাম্প’ কর্মসূচী শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, ক্যারিয়ার ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে দেশের শিক্ষিত তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহ বাড়ানো। একই সঙ্গে তাদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট এ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) যৌথভাবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প প্রকল্প বাস্তবায়ন করা হবে। দেশের ৬৪ জেলার নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও কলেজে আগামী এক বছর ধরে চলবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন করে এই ক্যাম্প পরিচালিত হবে। এর মধ্য দিয়ে দেশে অনেক দক্ষ তথ্যপ্রযুক্তিবিদ তৈরি হতে পারে। ক্যারিয়ার ক্যাম্পের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবেন তরুণ শিক্ষার্থীরা। বিসিসি জানিয়েছে, শিক্ষার্থী তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ও উদ্বুদ্ধ করার জন্য দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্পের নানা ইভেন্টকে আনন্দদায়ক করে উপস্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা থাকবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্ট নিয়ে প্রতিদিনের ক্যারিয়ার ক্যাম্প পরিচালিত হবে । তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলা। শিক্ষার্থীদের সামনে যদি আইটি খাতের সম্ভাবনাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেয়া হলে তারা এই খাতে বড় ভূমিকা রাখতে পারবেন।
×