ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেড় হাজার প্রতিবন্ধীকে চাকরি দেয়ার দায়িত্ব নিলেন মেয়র আনিসুল হক

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ এপ্রিল ২০১৬

দেড় হাজার প্রতিবন্ধীকে চাকরি দেয়ার দায়িত্ব নিলেন মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কাজের সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান মেলা-২০১৬’। ‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ শীর্ষক সেøাগানক সামনে রেখে দুই দিনের এই মেলা শেষ হবে আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলায় চাকরিপ্রার্থী প্রতিবন্ধীরা তাদের জীবনবৃত্তান্ত বিভিন্ন প্রতিষ্ঠানে জমা দেয়ার পাশাপাশি নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্রও সংগ্রহ করতে পারবেন। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) ও জবসবিডির যৌথ আয়োজনে মেলার সার্বিক সহায়তায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয় বরং উপযুক্ত পরিবেশ এবং কাজের সুযোগ পেলে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। প্রতিবন্ধকতাকে নয় বরং প্রতিবন্ধীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে আগত প্রতিবন্ধী যুবকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে কোটি কোটি বেকার আছে, তারা কিন্তু স্বপ্ন দেখে না, কাজের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা তাদের কর্মক্ষমতা ব্যবহার করছে না। কিন্তু তোমরা স্বপ্ন দেখ, প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে চাও। সমাজ একটা পরিবার, এখানে কারও সমস্যা থাকতেই পারে, তবে এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবেই। দেড় হাজার প্রতিবন্ধীর কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, আমি এক থেকে দেড় হাজার প্রতিবন্ধীকে চাকরি দেয়ার দায়িত্ব নেব। প্রতিবন্ধীদের কাজের যোগ্যতাভিত্তিক একটি তালিকা প্রণয়নের আহ্বান জানিয়ে আয়োজকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের একজনকে এ দায়িত্বে থাকতে হবে। কে কোন্ ক্ষেত্রে পারদর্শী, কাকে কোন্ কাজে লাগানো যায় তা নির্ধারণ করে দিলে সে অনুযায়ী নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হবে। বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার বলেন, পৃথিবীর ১০০ কোটি প্রতিবন্ধী মানুষকে বাদ দিয়ে ৬০০ কোটি মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাদের পেছনে রেখে এগিয়ে যাওয়া অসম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও ইমারত বিধি কার্যকর হয়নি। এছাড়াও প্রতিবন্ধীদের যাতায়াতে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা নেই, এমনকি তারা ফুটপাথ ধরেও হাঁটতে পারে না। দেশে প্রায় দুই কোটি ৪০ লাখ প্রতিবন্ধী রয়েছে জানিয়ে আয়োজকরা বলেন, মেলার সার্বিক এ আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদনশীল কর্মকা-ে নিয়োজিত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জবসবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেলার আহ্বায়ক কেএম হাসান রিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রফেসর ড. মার্সিয়া এইচ রিউক্স, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার। পরিচ্ছন্ন নগরী গড়তেএগিয়ে আসুন ॥ পরিচ্ছন্ন নগরী গড়তে সমাজে বসবাসকারী সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার সকাল ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রোভার স্কাউট গ্রুপের (এগ্রি রোভার্স) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ আহ্বান জানান। এগ্রিরোভার্সের ৩ যুগ পূর্তিতে ‘রোভারিং করি, সেবা করি, দেশ গড়ি’ সেøাগানে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জনগণ এগিয়ে না এলে সিটি কর্পোরেশন একা একা পরিচ্ছন্ন নগরী গড়তে পারবে না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন নগরী গড়ায় এগিয়ে আসতে হবে। আমরা নগরীকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি। যার অধিকাংশের বাস্তবায়ন চলছে। পরিচ্ছন্ন নগরী তৈরি করা শুধু মেয়রের বা কমিশনারের দায়িত্ব নয় সকল নাগরিকেরই দায়িত্ব। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ শাদাত উল্লার সভাপতিত্বে উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও রোভার স্কাউটরা উপস্থিত ছিলেন। পরে তিনটি ভাগে বিভক্ত হয়ে রাজধানীর আগারগাঁও, বিজয় সরণি ও ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
×