ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীতে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ এপ্রিল ২০১৬

রাজধানীতে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। গাবতলীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। কুড়িল বিশ্বরোড এলাকায় একটি লন্ড্রিতে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় পাঁচ শ্রমিক অসুস্থ হয়েছে। এছাড়া কমলাপুর রেলস্টেশনে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন যাত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মিরপুরের ২ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের নির্মাণাধীন একটি বহুতল নির্মাণাধীন ভবনের অজ্ঞাত (৭০) এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ হৃদয় ও নেছারুউদ্দিন নামে দুই শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের ১০ তলা নির্মাণাধীন ভবনের ২য় তলা থেকে অজ্ঞাত ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন শ্রমিক হৃদয় ও নেছার উদ্দিন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেয়ারটেকারের নাম বা অন্য কোন পরিচয় জানাতে পারেননি তারা। নির্মাণ শ্রমিক হৃদয় জানান, সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই কেয়ারটেকারকে ১০তলা ভবনের দোতলায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শ্রমিক হৃদয় ও নেছারুউদ্দিনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, তাদের কথাবার্তায় বেশ অসঙ্গতি পাওয়া গেছে। ইতোমধ্যে ভবনের মালিককে খবর দেয়া হয়েছে। বলেও জানান তিনি। সড়ক দুঘর্টনায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর গাবতলীতে বাসের দুর্ঘটনায় নিলু ঘোষ (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত হারাণ ঘোষ। তিনি গাবতলী উত্তর বাগবাড়ি এলাকার ২০৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন। ওই বাড়ির মালিক মোঃ মোমিন জানান, গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারে নিলু ঘোষ বাসে যাত্রী তুলে দিতেন। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নওশেদ আলী জানান, শনিবার বেলা ১১টার দিকে নিলু ঘোষ গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাসা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নিলু ঘোষকে মৃত ঘোষণা করেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ তিন শ্রমিক ॥ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি লন্ডিতে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় পাঁচ শ্রমিক অসুস্থ হয়েছে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন শাহজাহান (২৫), জুয়েল (২৩), নুকুল (২০), জুয়েল (২৫) ও মোশারফ (২৫)। তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৬০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে আলমগীর হোসেন (৩৫), শরীফ (২৪) ও লিটন (২৭)।
×