ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হালদায় ডুবে যাওয়া চবি শিক্ষার্র্র্র্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩২, ২৪ এপ্রিল ২০১৬

হালদায় ডুবে যাওয়া চবি শিক্ষার্র্র্র্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নোমানের (২৫) লাশ হালদা নদী থেকে উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরিদল। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার হয়েছে। জানা গেছে, রাউজান থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরেক সহপাঠীর ভাইয়ের বিয়ের আনন্দ উপভোগ করতে এসেছিল নোমান। রাউজানের রাঙ্গুনিয়া উপজেলায় তার বাড়ি। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০/১৫ জনের একটি বন্ধুমহল ওই বিয়েতে যাওয়ার পরিকল্পনা করে। প্রতিবন্ধী মোতালেব এক কিমি পাড়ি দিয়ে ভোট দিলেন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জীবন সংগ্রামে অপরাজেয় মোতালেব শনিবার ভোট দিয়েও প্রমাণ করলেন শারীরিক প্রতিবন্ধিতা কোন বাধাই নয়। ইচ্ছে শক্তিই যথেষ্ট। ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপোতা গ্রামের আব্দুল মোতালেব (৫৫) প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে শনিবার দুপুরে তীব্র খরতাপ মাথায় নিয়ে ভোট দিলেন সোহাগী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে মোতালেবের আসা যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন ও ভোটারসহ অনেকের দৃষ্টি কাড়ে। কারও অনুরোধ রক্ষা নয়, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই তীব্র গরমে মোতালেবের ভোট কেন্দ্রে আসা। চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগ দু’গ্রুপে সংঘর্ষ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে মুখ্য করে তুলছে ছাত্রলীগ অনুসারীরা। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে বাগ্বিত-া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। গোলাগুলির ঘটনাও ঘটেছে। কর্মকর্তাসহ তিন জন সাময়িক বরখাস্ত সুন্দরবনে আগুন বাবুল সরদার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গহীন অরণ্যে দু’দফা নাশকতার আগুনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নাসির উদ্দিন হাওলাদার ও দুই বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত বনকর্মীরা হলো একই টহল ফাঁড়ির দুই বোটম্যান মোবারক হোসেন ও পলাশ মজুমদার। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কৃষি তথ্য সার্ভিসের সেমিনার শনিবার সকালে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ‘কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোশারফ হোসেন ও মহাপরিচালক হামিদুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমান। -বিজ্ঞপ্তি হামদর্দ ভার্সিটিতে সেমিনার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শনিবার শেক্সপিয়ারের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। শেক্সপিয়ারের ৪৫২তম জন্ম ও ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘শেক্সপিয়ার : লার্জার দ্যান লাইফ’। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তানভির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃত ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউছুফ বাচ্চু এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত উল আলম। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীরা ২৩টি পেপার উপস্থাপন করেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক হারুনুর রশীদ খান শুরুতে তার পেপারটি উপস্থাপন করেন। সহযোগী পার্টার ছিল বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এ্যাসোসিয়েশন। -বিজ্ঞপ্তি
×