ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় যশোর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক নিহত

প্রকাশিত: ০৪:৩০, ২৪ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় যশোর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (শিক্ষা) হাসান আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে আহত হওয়ার পর ঢাকায় নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিমানবন্দরে মারা যান। হাসপাতাল সূত্রমতে, হাসান আল মামুন সকাল ৮টার দিকে শহরের বিসিএমসি কলেজে ক্লাস নিতে যাচ্ছিলেন। এ সময় কলেজ এলাকায় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। তার কান ও নাক দিয়ে রক্ত ঝরে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরই মধ্যে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তখন চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাকে ঢাকায় রেফার করার জন্য সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সূত্রমতে, হাসান আল মামুনকে বিমান বা হেলিকপ্টারযোগে ঢাকা নেয়ার জন্য এ্যাম্বুলেন্সে যশোর বিমানবন্দরে নেয়া হয়। কিন্তু বিমানে তোলার আগেই তিনি মারা যান। গাইবান্ধায় নিহত এক ॥ আহত ৬ নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধা-বালাসী সড়কে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া মোড়ে শনিবার বেলা ১১টা দ্রুত গতির বালু বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইউনুসের পানের দোকানে ঢুকে পড়ে। এতে পান দোকানদার ইউনুস আলী, সিজু মিয়া ও ট্রাক্টরের চালকসহ ৬ ব্যক্তি আহত হয়। সিজু মিয়াকে (৪০) সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সে ওই উপজেলার মদনের পাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে। মীরসরাইয়ে নিহত দুই চট্টগ্রাম অফিস জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকার উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জহির (৩৫) ও আব্দুল আজিজ (৩৭)। শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ফেনীগামী প্রাইভেটকার বেপরোয়া গতিতে মঈন উদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও একমাত্র আরোহী নিহত হন।
×