ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ২৪ এপ্রিল ২০১৬

টুকরো খবর

যুবকের ওপর এ্যাসিড নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ এপ্রিল ॥ শুক্রবার রাত ২টার দিকে রানীনগর উপজেলার কালিগ্রাম মুন্সীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় সজল হোসেন (২২) নামে এক যুবককে এ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনদুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ এপ্রিল ॥ আত্রাই উপজেলা সদর থেকে বিহারীপুর রেলওয়ে ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তাটি দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ রাস্তাটি অনেক দিন যাবত এবড়োথেবড়ো হয়ে পড়ে থাকলেও মেরামতের উদ্যোগ নেই। আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। প্রতিদিন অসংখ্য যানবাহনও চলাচল করে এই পথে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তাটির ওপর পানি জমে। এতে কাদা-পানিতে একাকার হয়ে উঠে। তখন জনদুর্ভোগ চরমে উঠে। সমাবেশ নিষিদ্ধ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৩ এপ্রিল ॥ শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনা দেয়ার আয়োজন করে। পদবঞ্চিত বিএনপির অপর অংশ প্রতিহতের ঘোষণা দিলে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসন শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। ফলে নেতার সংবর্ধনা অনুষ্ঠান প- হয়ে যায়। পরে সংবর্ধনার আয়োজকরা সংবাদ সম্মেলন করে পদবঞ্চিত বিএনপি নেতাদের আওয়ামী লীগের বি-টিম বলে আখ্যায়িত করে। ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার ভোরে নগরীর যতরপুর এলাকায় এক আইনজীবীর বাসায় ডাকাতি হয়েছে। ভোর ৪টার দিকে ডাকাতরা জজকোর্টের আইনজীবী সামসুল হকের বাসায় হানা দিয়ে ৫ লক্ষাধিক টাকা, কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয়। সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা স্বাচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু। অপরদিকে বিকেল ৩টায় নীলফামারী সরকারী কলেজের ¯œাতক (সম্মান) ও পাস কোর্স প্রথম বর্ষের এবং ¯œাতকোত্তর শেষ পর্ব ও প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সংস্কৃতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু। ভাষা বিষয়ক সেমিনার নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ এপ্রিল ॥ সাভার গণবিশ্ববিদ্যালয়ে ‘বিপদাপন্ন ভাষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. উদয় নারায়ণ সিংহ। অধ্যাপক উদয় নারায়ণ সিংহ বিপদাপন্ন ভাষা নিয়ে তার গবেষণা কর্মের অংশবিশেষ সেমিনারে উপস্থাপন করে বলেন, পৃথিবীতে ৭-৮ হাজার ভাষার প্রচলন থাকলেও এরই মধ্যে শতকরা ৮ ভাগ ভাষা হারিয়ে গেছে। ভবিষ্যতে শতকরা ১০ ভাগ ভাষা বেঁচে থাকবে, বাকি ৯০ ভাগই বিলুপ্ত হয়ে যাবে। বাংলাদেশে ৪১টি ভাষা থাকলেও অধিকাংশেরই এখন কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান প্রমুখ।
×