ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের ১১ দফা

প্রকাশিত: ০৪:২৮, ২৪ এপ্রিল ২০১৬

ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের ১১ দফা

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, একাডেমিক জালিয়াতি, যৌন নির্যাতনে ছাত্রী হত্যা, জামায়াত-শিবির সম্পৃক্ততাসহ বিশ্ববিদ্যালয়কে হীনস্বার্থে অস্থিতিশীল করার অপতৎপরতাসহ ১১ দফা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একটি গ্রুপ শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলো উল্লেখ করেন। জানা যায়, শনিবার দুপুরে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে ১১ দফা অভিযোগ করেন। অভিযোগগুলো হলোÑ ড. মোঃ শাহিনুর রহমান প্রো-ভিসি হয়েও উপাচার্যের তুলনায় গাড়ির তেল, বাসার বৈদ্যুতিক বিল, নিজস্ব বাসা সংস্কার প্রভৃতি খাতে দ্বিগুণ থেকে তিনগুণ অর্থ ব্যয় করেছেন। সুপারভাইজার হিসেবে পিএইচডি ফেলোর বহিরাগত এক্সপার্টের রিপোর্ট জালিয়াতি করার দায়ে ২৩/০৫/২০০৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় তার বিরুদ্ধে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয় এবং পিএইচডি সংক্রান্ত সকল গবেষণা তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে তাকে বিরত রাখা হয়। ২০১৪ সালের ৩০ নবেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৪টি গাড়ি পোড়ানোর ঘটনায় তার প্রত্যক্ষ ইন্ধন ছিল এবং ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম সঙ্কট ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিপ্রায় প্রগতিশীল শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে তার আজ্ঞাবহ একটি পকেট কমিটি গঠন করেন এবং প্রগতিশীল শিক্ষক কর্মকর্তাদের মধ্যে আত্মঘাতী সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করে। আন্তর্জাতিক বই দিবস নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৩ এপ্রিল ॥ বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পাঠাভ্যাসের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে কচুয়ায় আন্তর্জাতিক বই দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শিক্ষা মন্ত্রণালয়, সেকায়েফ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলার কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, আবৃত্তি, গল্পবলা, কুইজ ও বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ এপ্রিল ॥ বিদ্যাভূমি শিক্ষা নিকেতনের উদ্যোগে বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যাভূমির প্রধান শিক্ষক জোবায়দা শিরীন শিক্ষা উপকরণগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, দাশপাড়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি, সহকারী শিক্ষক আবুল বশার ও তানজিনা অক্তার ঝুমা।
×