ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শূটিংয়ে আহত মৌসুমী হামিদ

প্রকাশিত: ০৪:০৩, ২৪ এপ্রিল ২০১৬

শূটিংয়ে আহত মৌসুমী হামিদ

স্টাফ রিপোর্টার ॥ শূটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘সংকট’ নামের একটি নাটকের কাজ করছিলেন মৌসুমী। একটি দৃশ্যের চিত্রায়ণের সময় তার হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙ্গে গিয়ে ডান হাতের মধ্যে ঢুকে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে ৬টি সেলাই দেন। মৌসুমী হামিদ বলেন, এখন আমি কিছুটা সুস্থ। অনেক রক্ত পড়ায় কিছুটা দুর্বল লাগছে। বুঝতেই পারলাম না কিভাবে কি হলো। একটি দৃশ্যের চিত্রায়ণ করছিলাম আমি আর রওনক ভাই। তিনি আমার হাতটা শক্ত করে মোচড় দিবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে আমার হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙ্গে হাতের মধ্যে ঢুকে যায়। এতে মারাত্মক আহত হই আমি। এরপর পাশের হাসপাতালে গেলে চিকিৎসকরা হাতে ছয়টি সেলাই করে দিয়ে দেন। সুমন আনোয়ার বলেন, এমন ঘটবে সেটা আশা করিনি। শট চলছিল, আমি মনিটরে দেখছি যে চুড়ি ভেঙ্গে মৌসুমীর হাতের মধ্যে ঢুকে রক্ত পড়ছে। আমি এই দৃশ্যটি নাটকে ব্যবহার করব। জানা গেছে নাটকটি রোজার ঈদের জন্য নির্মাণ করছেন পরিচালক। এটি প্রযোজনা করছেন আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। এতে মৌসুমী হামিদ ও রওনক হাসান ছাড়াও আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম।
×