ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাধিক চলচ্চিত্রে ব্যস্ত তানিয়া রিতু

প্রকাশিত: ০৪:০৩, ২৪ এপ্রিল ২০১৬

একাধিক চলচ্চিত্রে ব্যস্ত তানিয়া রিতু

সাজু আহমেদ ॥ তানিয়া রিতু। পুরো নাম তানিয়া ইসলাম রিতু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময় একজন অভিনয়শিল্পী। মাগুরার মেয়ে তানিয়া রিতু ‘আয়না সুন্দরী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় অসেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু হলেও এখন চলচ্চিত্রেই বেশি কাজ করছেন। প্রতিনিয়তই নতুন নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। নিজের যোগ্যতাবলে প্রতিনিয়তই ব্যস্ত হয়ে উঠছেন ঢালিউডের এই সুন্দরী। তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্রে ব্যস্ততা বাড়লেও ক্যারিয়ারের প্রথমদিকে বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করে সংশ্লিষ্টদের নজরে কাড়েন তানিয়া রিতু। তানিয়া রিতু অভিনীত প্রথম কাজ ছিল আশারাফি মিঠু পরিচালিত বিটিভির নাটক ‘লোভ’। এরপর তিনি একে একে ‘আলোর পায়রা’, ‘আজ রোমার বিয়ে’, ‘ক্যানভাস’, ইদ্রিস হায়দার পরিচালিত ইটিভির ধারাবাহিক ‘ঢোল’, ‘মানিক সাহেব বড় মিয়া’, এশিয়ান টিভির ‘সেকেন্ড ইনিংস’, টেলিফিল্ম ‘রিলেশন’, সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক ‘সোনার হরিণ’, অরন্য আনোয়ার পরিচালিত ধারাবাহিক ‘বহুরূপী’, গৌতম কৌরীর ‘কাচের ক্যানভাস’, শেখ সেলিমের ‘মাকড়শা’ প্রভৃতি নাটকে অভিনয় করে প্রশংসিত হোন। এছাড়া তানিয়া রিতু কুইক কনজ্যুমার প্রোডাক্টের গোল্ডস্টার এবং কোহিনুর কনজ্যুমার প্রোডাক্টের ডিসওয়াশ পাল্প প্রভৃতি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। তানিয়া রিতু অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছেÑ মকবুল হোসেন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘আয়না সুন্দরী’, স্বপন আহমেদ পরিচালিত ‘তবুও ভালবাসা’, কালাম কায়সার পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘মা’, এম কে জামান মাস্টার পরিচালিত ‘এ্যাডিকশন’, গৌতম মজুমদার পরিচালিত ‘ফুটপাতের মানুষ’ প্রভৃতি। এর মধ্যে ‘আয়না সুন্দরী’ চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পায়। এ চলচ্চিত্রে রিতু আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হোন। এছাড়া আরও পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে। মাগুরার মেয়ে তানিয়া রিতু শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স বিভাগে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। সাংস্কৃতিক অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি দুই বাংলার মৈত্রী সম্মাননা এ্যাওয়ার্ডপ্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষে সম্প্রতি পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন রিতু। এদিকে, তানিয়া রিতুর সাংস্কৃতিক ক্যারিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয়। রিতু ‘মা’ নামে একটি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কালাম কায়সার। এ চলচ্চিত্র প্রসঙ্গে তানিয়া রিতু বলেন, আমি অত্যন্ত ভাগ্যবতী যে, ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয় করতে পারছি। এ চলচ্চিত্রে আমি চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি। এখানে আমি শাকিব খানের খালাত বোনের চরিত্রে অভিনয় করছি। সাংস্কৃতিক অঙ্গনে নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তানিয়া রিতু জনকন্ঠকে জানান, অনেক বেছে বেছে কাজ করবেন তিনি। এক্ষেত্রে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনেও সমানতালে কাজ করতে চান। কাজের প্রতি নিজের নিষ্ঠা, দক্ষতা ও যোগ্যতাবলে তিনি এ অবস্থায় এসেছেন। তাকে সব সময় উৎসাহ দেন তার মা। এজন্য তিনি মায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। নিজের মেধা ও যোগ্যতাবলে চলচ্চিত্রের শীর্ষস্থানে যেতে চান তিনি। তবে সুপারস্টার হলেও মাটি ও মানুষের জন্য দেশের জন্য কাজ করতে চান তিনি। নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখতে চান। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা ও দোয়া চান তিনি। রিতু তার মেধা এবং নিষ্ঠার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা। তার জন্য শুভ কামনা।
×