ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাজের মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০২, ২৪ এপ্রিল ২০১৬

জাজের মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব ধরনের দর্শকের কাছে আধুনিক, আন্তর্জাতিকমানের চলচ্চিত্র বিষয়ে ধারণা দেয়া, দর্শককে সুস্থ ধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আজ রবিবার থেকে সারাদেশে বিনা টিকেটে মাসব্যাপী দর্শকদের কাছে জাজ মাল্টিমিডিয়ার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং স্প্রাইট কর্তৃপক্ষসহ আর অনেকে। ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান প্ল্যাকার্ড পাবলিসিটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাইফুল জানান, দেশের বিভাগীয় শহরগুলোতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ডিজিটাল প্রজেকশন সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কুমিল্লাসহ চট্টগ্রামে একটানা ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তারপর পর্যায়ক্রমে আগামী ১ থেকে ৬ মে সিলেট, ৭ থেকে ১৪ মে খুলনা ও বরিশাল, ১৫ থেকে ২৩ মে রাজশাহী এবং সবশেষে ঢাকা বিভাগে এসে এই প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে। চলচ্চিত্র উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও জাজ মাল্টিমিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর ড. ইলা জাহান জানান, মূলত দেশের চলচ্চিত্রপ্রেমী ছাত্রসমাজ এবং নতুন প্রজন্মের হলবিমুখ দর্শকদের মনে দেশীয় ও মানসম্পন্ন চলচ্চিত্রের প্রতি উৎসাহ যোগাতে আমাদের এই আয়োজন। আর আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণায় স্প্রাইটকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই প্রচেষ্টা সফল হবে।
×