ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মবিল যমুনার লেনদেন ও দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০০, ২৪ এপ্রিল ২০১৬

মবিল যমুনার লেনদেন ও দর বেড়েছে

বার্ষিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণা কেন্দ্র করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এমজেএল বাংলাদেশ লিমিটেড শেয়ারের দর ও লেনদেন বেড়েছে। পাঁচ কার্যদিবসে জ্বালানি খাতের এ কোম্পানির ১০৭ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর সাপ্তাহিক লেনদেনের ৫ দশমিক ৫৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ নির্ধারণে ২৮ এপ্রিল পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে এমজেএল বিডি। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, লভ্যাংশ নির্ধারণী সভা কেন্দ্র করে ডিএসইতে গত সপ্তাহে এমজেএল বিডি শেয়ারের দর, লেনদেন দুই-ই বেড়েছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক শূন্য ১ শতাংশ। লেনদেন তালিকায়ও সবার উপরে উঠে আসে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরের কোম্পানির শেয়া প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৮৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে। -অর্থনৈতিক রিপোর্টার
×