ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে

প্রকাশিত: ০০:৩৮, ২৩ এপ্রিল ২০১৬

দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। গত বছর দেশে প্রায় ৪০ হাজার জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ২০১৪ সালে আক্রান্ত ও মৃত্যুর হার ছিল যথাক্রমে প্রায় সাড়ে ৫৭ হাজার জন ও ৪৫ জন। বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ১৩টি জেলারর ৭১টি উপজেলায় ম্যালেরিয়া প্রাদুর্ভাব আছে। ম্যালেরিয়ায় আক্রান্তের এবং মৃত্যুর শতকরা ৯০ ভাগ সংঘটিত হয়ে থাকে পাবর্ত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। আগামী ২০২০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলকরণে ম্যালেরিয়াজনিত স্থানীয় আক্রান্ত ও মৃতের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কর্ম পরিকল্পনার নিয়ে চলছে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী। বিশ্ব ম্যালেরিয়া দিসব উপলক্ষে শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস ভবনের সম্মেলনকক্ষে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক(রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা: আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, ব্র্যাকের পরিচালক(টিবি, ম্যালেরিয়া ও ওয়াশ) ডা: একরামুল ইসলাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: নজরুল ইসলাম।
×