ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধা জেলা শহরে মাদক ব্যবসা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে

প্রকাশিত: ২০:৩০, ২৩ এপ্রিল ২০১৬

গাইবান্ধা জেলা শহরে মাদক ব্যবসা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা শহরের গোডাউন রোড ও মহুরীপাড়ায় মাদকসহ হিরোইন ব্যবসার ব্যাপকতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। অথচ এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কোন নজর নেই। সম্প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১৩, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রতিকার দাবিতে ৩৭ জন এলাকাবাসি স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গাইবান্ধা পৌর এলাকার ২নং ওয়ার্ডের গোডাউন রোড ও মহুরীপাড়ায় জিম নামে জনৈক চিহ্নিত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত রয়েছে। গত ৭ এপ্রিল তাকে হিরোইনসহ হাতেহাতে এলাকাবাসি ধরে ফেলে। এতে জিম ও তার পরিবারের লোকজন ছোড়া, বেকিসহ ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসির উপর চড়াও হয় এবং তাদের মারপিটসহ হত্যার হুমকি দেয়। সেজন্য এলাকায় শান্তি শৃংখলা রক্ষাসহ মাদক ব্যবসা প্রতিরোধে প্রশাসনকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
×