ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুর রায়পুরে সোনাপুর স.প্রা.বি. কেন্দ্র বন্ধ ঘোষনা

প্রকাশিত: ১৯:৩১, ২৩ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুর রায়পুরে সোনাপুর স.প্রা.বি. কেন্দ্র বন্ধ ঘোষনা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর রায়পুরে সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষনা করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ১০/১২জনের দূর্বৃত্ত কেন্দ্রে অবৈধ প্রবেশ করে সিল মেরে বেশ ক’টি ব্যালট পেপার বাক্সে ঢুকায়। প্রিসাইডিং অফিসার তপন কুমার চক্রবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষকে আইন শৃংখলা অবনতির আশংকার কথা অবহিত করার পর তিনি উক্ত কেন্দ্রটি বন্ধ ঘোষনা করেছেন। পরে তিনি লোক বল নিয়ে কেন্দ্রটি ত্যাগ করেন। রামগঞ্জে করপাড়া গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এক’শটি ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। রায়পুর সোনাপুর কেন্দ্রে বিশৃংখলার অভিযোগে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত আব্দুল্যা আল মামুন নামে ইউপি মেম্বারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে মুন্সিবাড়ী ব্র্যাক স্কুল কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযাগে ফরিদ উদ্দিন নামে একজনকে আটক করেছে। আজ শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে এ সব ঘটনা ঘটে। অপরদিকে আইন শৃংখলা বাহিনীর লাঠির আঘাতে একজন আহত হয়েছে। তবে বিক্ষুদ্ধ জনতার চাপে আইন শৃংখলা অবনতি ঘটনার আশংকা পরে তাকে ভ্রাম্যমান আদালত তাকে ছেড়ে দেয় লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন সকাল ৮টায় থেকে শুরু হয়েছে। তবে বেশিরভাগ কেন্দ্রে বিএনপি প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর র‌্যাব, বিজি ও পুলিশসহ আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।
×