ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আম্রপালির বিরুদ্ধে কাইফের মামলা

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ এপ্রিল ২০১৬

আম্রপালির বিরুদ্ধে কাইফের মামলা

অনলাইন ডেস্ক॥ ভারতের জায়ান্ট রিয়েল স্টেট কম্পানি আম্রপালি আবার আলোচনায়। এবার সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মামলা করে দিলেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কাছে টাকা পান কাইফ। আর তাকে দেওয়া চেক বাউন্স করায় এই মামলা। সম্প্রতি আম্রপালির শুভেচ্ছা দূতের কাজ ছেড়েছেন ভারতের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি। প্রতিষ্ঠানের একটি প্রজেক্টের মানুষ টাকা দিয়েও প্রতিশ্রুত সেবা পাচ্ছে না। তাদের কাজ শেষ করা হচ্ছে না। তাই ভুক্তভোগীরা ধোনিকে আম্রপালির দূতের কাজ ছাড়ার আহবান জানান। ধোনি তাতে সাড়া দেবার পর হরভজন সিং জানান, এই প্রতিষ্ঠানটি ২০১১ বিশ্বকাপ জেতার পর তাদের বাসভবন দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এখনো তা দেয়নি। কাইফের ব্যাপারটি একটু ভিন্ন। তিনি আম্রপালির অঙ্গ সংগঠনের সাথে ব্যবসায় গিয়েছিলেন। তার কাছ থেকে স্বল্প মেয়াদে ২ কোটি রুপি ধার নেয় প্রতিষ্ঠানটি। ইন্টারেস্ট পাচ্ছিলেন কাইফ। কিন্তু যখন মূল টাকা ফেরত দেওয়ার সময় আসে তখনই বাধে বিপত্তি। গত বছরের শেষে কাইফকে দেওয়া দুটি ৫০ লাখ ও একটি ১ কোটি রুপির চেক বাউন্স করে। অনেক দৌড়ঝাঁপ করেও সমাধান হয় না। শেষ পর্যন্ত কাইফ পাতিয়ালার আদালতে অভিযোগ দায়ের করলেন। তাতে আম্রপালি আবার চলে এলো বিতর্কে।
×