ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীর দুই উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ১৮:৩৬, ২৩ এপ্রিল ২০১৬

নীলফামারীর দুই উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে আজ শনিবার নীলফামারী সদর উপজেলার ৫টি এবং ডিমলা উপজেলার ৭টিসহ মোট ১২ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে এক যোগে এই ১২টি ইউনিয়নের ১০৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। এসব ভোট কেন্দ্রে মোট দুই লাখ ৩৭ হাজার ৬৫৪জন ভোটার রয়েছে। ইউনিয়ন গুলো হচ্ছে নীলফামারী সদর উপজেলার রামনগর, কচুকাটা, চড়াইখোলা, সোনারায় ও সংগলশী এবং ডিমলা উপজেলার নাউতারা, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, পূর্বছাতনাই, পশ্চিমছাতনাই, বালাপাড়া ও ডিমলা সদর। বেলা ১১টা পর্যন্ত অবাধ সুষ্ঠু নির্বাচন চলছে বলে জানা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। শান্তি ও সুষ্ঠ ভাবে নির্র্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমানের পুলিশ ও আনসারের পাশাপশি র‌্যাব-বিজিবির সদস্যরা টহলে রয়েছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমান আদালত কাজ করছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে মোট ৪৩৯জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭জন প্রার্থী রয়েছে।
×