ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে দাবি

ইউপি নির্বাচন কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলা নিপীড়ন বেড়েছে

প্রকাশিত: ০৮:৫৫, ২৩ এপ্রিল ২০১৬

ইউপি নির্বাচন কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলা নিপীড়ন বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ২০১৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সংখ্যালঘুদের ক্ষেত্রে ৭৩২টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা ২০১৫ সালের ঘটনার প্রায় তিনগুণ। এসব ঘটনায় ৯ হাজার ৫৫৬ ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগের বছরের ছয়গুণেরও বেশি। এ সময়ে নিহত হয়েছেন ১০ জন, আহত ৩৬৬ জন ও অপহরণের শিকার হয়েছেন ১০ জন। ধর্ষণের শিকার হয়েছেন ৮ সংখ্যালঘু নারী। ২২টি পরিবারকে উচ্ছেদের হুমকি দেয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে এই সময়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাকে ব্যবহার করেছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা। এ সময় তারা ‘বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি- জানুয়ারি-মার্চ ২০১৬’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন। সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ২০১৫ সালে দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষেত্রে যে মানবাধিকার পরিস্থিতি ছিল এ মুহূর্তে তা আরও ভয়াবহ পর্যায়ে রয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. নিমচন্দ্র ভৌমিক, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
×