ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পল্লবীতে অগ্নি˜গ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ এপ্রিল ২০১৬

পল্লবীতে অগ্নি˜গ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পল্লবীতে অগ্নিদগ্ধ সেই গৃহবধূ শাহানা আক্তার (২৫) অবশেষে মারা গেছে। আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে রাজধানীর পল্লবী থানা এলাকার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাহানা আক্তার। প্রথমে গ্যাসের লিকেজ বিস্ফোরণের আগুনে গৃহবধূ শাহানা, তার স্বামী মোঃ ইব্রাহিম রনি ও দেড় বছরের মেয়ে রুজি দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে রনি ও তার দেড় বছরের মেয়ে রুজি সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। আর শাহানার শরীরের ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×