ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অফিস সহকারী পদে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ এপ্রিল ২০১৬

অফিস সহকারী পদে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

স্টাফ রিপোর্টার ॥ কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় রাসেল হোসেন ও শরিফুল ইসলাম নামে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত ওই দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক মাসের কারাদ- দেয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় রাজশাহীর বাঘা উপজেলার মাসিদপুর গ্রামের মোঃ ইয়ের উদ্দিনের ছেলে মোঃ শরীফুল ইসলাম একই জেলার মোঃ আরিফ হোসেনের পক্ষে প্রক্সি দিতে এসে আটক হন। অপরদিকে, গাইবান্ধার মোঃ ইসুফ আলীর পক্ষে প্রক্সি দিতে এসে আটক হন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ছোট ঘিউর গ্রামের শুক্কার আলীর ছেলে মোঃ রাসেল হোসেন। মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের আটক করে এক মাস করে কারাদ- দেন।
×