ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌ-ধর্মঘট সীমিত আকারে সাময়িক প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৫১, ২৩ এপ্রিল ২০১৬

নৌ-ধর্মঘট সীমিত  আকারে সাময়িক  প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য আগামী ১০ মে পর্যন্ত সাময়িক প্রত্যাহার করা হয়েছে। তবে ধর্মঘট শুধুমাত্র ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চ ও বরিশাল থেকে বিভিন্ন স্থানে চলাচলকারী লঞ্চের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সারাদেশের সকল নৌঘাটে এ ধর্মঘট চলবে বলে জনকণ্ঠকে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া। তিনি বলেন, যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে শুক্রবার রাত থেকে যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত করা হয়েছে। এছাড়া এইচএসসি পরীক্ষা, ইউপি নির্বাচন ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল ও অন্যান্য পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
×