ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের হায়দরাবাদ-পাঞ্জাব, মুম্বাই-দিল্লী লড়াই আজ

প্রকাশিত: ০৬:২৪, ২৩ এপ্রিল ২০১৬

মুস্তাফিজের হায়দরাবাদ-পাঞ্জাব, মুম্বাই-দিল্লী লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা বাজে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) টানা দুই ম্যাচ হেরে যায় দলটি। তবে দলের অন্যতম পেসস্তম্ভ বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করছিলেন। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। টানা দুই ম্যাচ জিতে এখন দারুণ অবস্থায় আছে হায়দরাবাদ। আজ রাতে নিজেদের মাঠে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে তারা। জিতলেই ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার সুযোগ। একই লক্ষ্যে দিল্লী ডেয়ারডেভিলসও মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এ ম্যাচটি বিকেলে অনুষ্ঠিত হবে দিল্লীর মাঠ ফিরোজ শাহ কোটলায়। ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন মুস্তাফিজ। যে কোন প্রতিপক্ষই তাকে সমীহ করে বেশ সতর্কভাবেই মোকাবেলা করে চলেছে। এমনকি বৃহস্পতিবার দুরন্ত গুজরাট লায়ন্সের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি মুস্তাফিজের দুর্ধর্ষ বোলিংয়ের বিরুদ্ধে। উইকেট তেমন নিতে না পারলেও টি২০ ক্রিকেটে দারুণ আঁটসাঁট বোলিং করে দলের অন্য বোলারদের জন্য দারুণ সুবিধা করে দিচ্ছেন ‘কাটার বয়’ মুস্তাফিজ। সে সুযোগে হায়দরাবাদের হয়ে উইকেট শিকার করে চলেছেন ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার। সে কারণেই টানা দুই ম্যাচ জিতে নিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ। আজ ঘরের মাঠে হ্যাটট্রিক জয়ের সন্ধানে নামবে তারা। নবাগত মেহেদির শতকে গাজীর জয় প্রিমিয়ার ক্রিকেটে গাজী গ্রুপ ১০৬ রানে প্রাইম ব্যাংককে এবং ইমতিয়াজের সেঞ্চুরিতে সিসিএসকে ৮ উইকেটে হারিয়েছে দোলেশ্বর স্পোর্টস রিপোর্টার ॥ লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম নেমেই সেঞ্চুরি দিয়ে শুরু করলেন খুলনার তরুণ ডানহাতি ব্যাটসম্যান মেহেদি হাসান। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) অভিষেকেই ৮৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে। সেই সুবাদে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০৬ রানে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে গাজী। অপর ম্যাচে বিকেএসপিতে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে দুর্বল ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৮ উইকেটে বিধ্বস্ত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। জাতীয় লীগে খুলনা বিভাগ এবং বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মেহেদি। সেঞ্চুরিও করেছেন দুটি। কিন্তু এবারই প্রথম প্রিমিয়ার লীগ খেলতে নামলেন ২১ বছর বয়সী এ তরুণ। আর নেমেই খেললেন মাত্র ৮৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের বিধ্বংসী ইনিংস। শুরুটা দারুণ করেছিলেন ওপেনার এনামুল হক বিজয় (৬৭) ও শামসুর রহমান (৫৬) জোড়া অর্ধশতক হাঁকিয়ে। উদ্বোধনী জুটিতেই ১১৩ রান পাওয়া গাজী সংগ্রহ করে ৪ উইকেটে ৩০৩ রান। জবাব দিতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ৭ নম্বরে নামা ইয়াসির আলীর ৫৬ ও শেষদিকে রুবেল হোসেনের ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় করা ৪৫ রানে বড় লজ্জা থেকে বেঁচেছে চ্যাম্পিয়নরা। ৪৬.৩ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সিসিএস। ওপেনার পিনাক ঘোষ ৩৫ রান করে ফিরে যান। এরপর মিডল অর্ডারে মোহাম্মদ সাইফুদ্দিন (৩১) ও সাঈদ সরকারের (৩৪) দৃঢ়তার পরও ৪৯.২ ওভারে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় তারা। তিনটি করে উইকেট নেন আলআমিন হোসেন ও রেজাউল করিম। জবাবে উদ্বোধনী জুটিতেই ১০৬ রান তুলে জয় সহজতর করে প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজ ১৪০ বলে ১২ চারে ১০০ এবং রনি তালুকদার ৪৭ রান করে আউট হন। আর কোন বিপদ হতে দেননি রকিবুল হাসান (২৭) ও লাহিরু মিলান্থা। ৪৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জয় নিশ্চিত করে দোলেশ্বর। আর্সেনালের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ড্রয়ের বৃত্তেই বাস করছিল আর্সেনাল। ওয়েস্টহ্যাম এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্রয়ের পর বৃহস্পতিবার ওয়েস্টব্রমউইচের বিপক্ষে জয়ের খোঁজেই মাঠে নেমেছিল গানাররা। তবে এবার আর পয়েন্ট হারাতে হয়নি আর্সেন ওয়েঙ্গারের দলকে। এ্যামিরেটস স্টেডিয়ামে এদিন এ্যালেক্সিস সানচেজের সৌজন্যে আর্সেনাল ২-০ গোলে হারায় ওয়েস্ট ব্রমউইচকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গানাররা। দুই বছর আগে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন এ্যালেক্সিস সানচেজ। প্রিমিয়ার লীগে যাওয়ার আগে কাতালান ক্লাবটিতে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছিলেন তিনি। মূলত বার্সার জার্সিতেই বিস্ফোরণ ঘটেছিল সানচেজ প্রতিভার। কাতালান ক্লাবটিতে তিন বছরেরও বেশি সময় ৮৮ ম্যাচ খেলে নিজেকে বিশ্ব ফুটবলের পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন চিলির এ্যালেক্সিস সানচেজ। সেই সময় বার্সার হয়ে ৩৯ গোল করেছিলেন তিনি। তবে বার্সা ছেড়ে আর্সেনালে যাওয়ার পর থেকে সানচেজ যেন আরও বেশি দুর্বার। প্রতিপক্ষের জালে গোল করাটাকে নিয়মিত স্বভাবেই পরিণত করেন গানারদের ২৭ বছর বয়সী এই চিলিয়ান ফরোয়ার্ড।
×