ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ১-১ চট্টগ্রাম আবাহনী

ড্র করে শেষ চারে চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৬:২৪, ২৩ এপ্রিল ২০১৬

ড্র করে শেষ চারে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে’র কাক্সিক্ষত শেষ চারে নাম লেখাতে কমপক্ষে ড্র করলেও চলতো (১-০ গোলে হারলেও গোল ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদকে পেছনে ফেলে সেমিতে যেতে পারতো)। সেটাই করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানম-ির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। গোল করেন শেখ জামালের এমেকা এবং চট্টগ্রাম আবাহনীর এলিসন উডুকা। এই ড্রয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপও হলো আবাহনী। ৫ খেলায় তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। আগেই শেষ চার নিশ্চিত করা ও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামালের সংগ্রহ ৫ ম্যাচে ১৩ পয়েন্ট। বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে তুমুল আলোচনা। অনেকেই মজা করে বলেছেন এই নির্বাচন মূলত শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর দ্বৈরথ। শেখ জামাল নির্বাচনে আছে ‘বাঁচাও ফুটবল পরিষদ’ নামে। আর চট্টগ্রাম আবাহনী আছে ‘সম্মিলিত পরিষদ’ নামে। তাছাড়া আট খেলোয়াড় নিয়ে এই দুই ক্লাবের মধ্যে চলছে আইনী লড়াই, ফলে এতে দুই ক্লাবের মধ্যে সৃষ্টি হয়েছে তিক্ত সম্পর্কের। ফলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত এ ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহলের। ফলে এদিনই গ্যালারিতে দর্শক সমাগম হয় ভালই। আর জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের জন্যও ম্যাচটা ছিল ভিন্ন আবহের। কেননা বন্দরনগরীর দলটা যে তার হাতে গড়া! জামালে যোগ দেবার আগে এই চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের বেশ কিছুদিন অনুশীলনও করিয়েছেন তিনি। গত বছর দলকে পাইয়ে দেন ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে’র শিরোপাও। অদৃষ্টের ফেরে সেমির পথে নিজের হাতে গড়া দলটার বড় বাধা হিসেবে জামালকে নিয়ে দাঁড়ালেন সেই মানিকই! এই ম্যাচে বড় ব্যবধানে হারলেই টুর্নামেন্ট থেকে নিশ্চিত বিদায় নিতে হতো বন্দর নগরীর দলটিকে। জামালের সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই। তাদের জন্য লড়াইটা ছিল নিছকই গ্রুপ চ্যাম্পিয়ন হবার। কিন্তু চট্টগ্রাম আবাহনী মাঠে নামে চাপ মাথায় নিয়েই। ১৯ মিনিটে শেখ জামালের অধিনায়ক হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমের পাসে বল নিয়ে চট্টগ্রাম আবাহনীর বক্সে ঢুকে পড়েন জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। তাকে বক্সে ফাউল করেন প্রতিপক্ষ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। এমেকার শট জড়ায় জালে (১-০)। কার্ড সমস্যায় এদিন মাঠে ছিলেন না চট্টগ্রাম আবাহনীর নিয়মিত অধিনায়ক জাহিদ হোসেন। তারপরও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শেখ জামালকে চাপের মুখে রাখে আবাহনী। ৭৩ মিনিটে বক্সের খুব কাছে ফ্রি কিক পায় চট্টগ্রাম আবাহনী। মরোক্কান তারিক আল জানাবির ফ্রি কিকে হেড দিয়ে বল পোস্টে পাঠান নাইজিরিয়ান ডিফেন্ডার এলিসন উডুকা (১-১)। সমতায় ফেরে আবাহনী। শেষ পর্যন্ত ওই স্কোরেই শেষ হয় খেলা। তাজিকিস্তান গেল মারজিয়ারা স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। দুই বেলা করে অনুশীলন করেছি। আশাকরি গতবারের মতো এবারও ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হব।’ কথাগুলো মারজিয়ার। বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক।’ আগামী ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হবে ‘এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ’-এর আসর। এতে ‘বি’ গ্রুপে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে নেপাল ও ভারত (শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। এই টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ দল বিমানযোগে শুক্রবার সকালে রওনা হয়। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো হলো : ২৬ এপ্রিল ভারত এবং ২৮ এপ্রিল নেপালের বিরুদ্ধে। কদিন আগে অনুষ্ঠিত জেএফএ কাপ, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে কিছু ফুটবলারকে বাফুফের ছয় কোচ মিলে বাছাই করেন। বঙ্গমাতা টুর্নামেন্ট থেকে ৫ এবং বাকি ৬২ জন দুই টুর্নামেন্টের। পরে এদের থেকে ক্রমান্বয়ে ৩১, ২০ ও সবশেষে ১৮ জনকে নিয়ে গড়া হয় চূড়ান্ত দল। বিকেএসপিতে দলের অনুশীলন শুরু হয় গত ১০ মার্চ থেকে। তাজিকিস্তান যাবার আগে এ পর্যন্ত মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ছোটনের শিষ্যারা। এর মধ্যে জাতীয় দলের বিরুদ্ধেই দুটি। দুটিতেই জিতেছে ছোটনের দল যথাক্রমে ৪-১ এবং ৫-০ গোলে।
×