ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপাস্বপ্নে বিভোর সুয়ারেজ

প্রকাশিত: ০৬:২৪, ২৩ এপ্রিল ২০১৬

শিরোপাস্বপ্নে বিভোর সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ অব্যাহত ব্যর্থতার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সিলোনা। ডিপোর্টিভো লা করুনার বিরুদ্ধে ৮-০ গোলের বিশাল জয়ে লুইস সুয়ারেজ করেন একাই চার গোল। এই জয়ের পর আত্মবিশ্বাসে টগবগে কাতালানরা শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না। পাশাপাশি সুয়ারেজ জানিয়েছেন, সতীর্থ লিওনেল মেসিকে টপকে যাওয়া এক প্রকার অসম্ভব। লা লিগার ৩৫ রাউন্ডের ম্যাচে আজ রাতেই মাঠে নামছে তিন পরাশক্তি। সবশেষ পর্বে তিন দলই জয় পেয়েছে। আজ রাতে এ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্বাগতিক রায়ো ভায়োকানো। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ মালাগা। আর ঘরের মাঠ ন্যুক্যাম্পে বার্সিলোনা লড়বে স্পোর্টিং গিজনের বিরুদ্ধে। বর্তমানে ৩৪টি করে ম্যাচ শেষে বার্সিলোনা ও অ্যাটলেটিকো দু’দলেরই পয়েন্ট সমান ৭৯ করে। তবে গোলগড়ে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। লীগে তিন পরাশক্তিরই আজকের খেলা বাদে আর তিনটি করে ম্যাচ বাকি আছে। ডিপোর্টিভোর বিরুদ্ধে চার গোল করার পথে বার্সিলোনার হয়ে এক মৌসুমে ব্রাজিলের সাবেক তারকা রোনাল্ডোর সর্বোচ্চ গোলের কীর্তি ছাড়িয়ে যান সুয়ারেজ। তবে মেসির রেকর্ড ভাঙ্গা অসম্ভব বলে মনে করেন উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড। ১৯৯৬-৯৭ মৌসুমে কাতালানদের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ গোল করেন বড় রোনাল্ডো। আর চলতি মৌসুমে বার্সিলোনার জার্সি গায়ে সুয়ারেজের গোল এখন পর্যন্ত ৪৯টি। সুয়ারেজের চোখেমুখে এখন শিরোপাস্বপ্ন। সাবেক লিভারপুল তারকার দৃঢ় বিশ্বাস, বাকি চার ম্যাচ জিতে ট্রফি নিজেদের ঘরেই রেখে দেবে বার্সা। বাকি চার ম্যাচে বার্সার প্রতিপক্ষ স্পোর্টিং গিজন, রিয়াল বেটিস, এস্পানিওল ও গ্রানাডা। সুয়ারেজের বিশ্বাস এ চার ম্যাচ জিতে ২৪তম লীগ শিরোপার আনন্দে মেতে উঠবে ন্যুক্যাম্পই। এ প্রসঙ্গে সুয়ারেজের ভাষ্য, এটা (শিরোপা) এখন আমাদের হাতে। আমরা যদি বাকি সব ম্যাচ জিতে যাই, তাহলে কেউ আমাদের বিব্রত করতে পারবে না। আসল কথা হলো, আমাদের হোঁচট খাওয়া চলবে না। আমরা লীগের শীর্ষে আছি আর আমাদের দৃঢ়বিশ্বাস যে আমরাই শিরোপা জিতব। রাদওয়ানস্কা-কেভিতোভা কোয়ার্টার ফাইনালে স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, রবার্টা ভিঞ্চি, কার্লা সুয়ারেজ নাভারো এবং পেত্রা কেভিতোভা। তবে দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচ এবং সিমোনা হ্যালেপের মতো তারকারা। এর আগে বুধবার স্টুটগার্ট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এবং স্পেনের গারবিন মুগুরুজা। স্টুটগার্ট ওপেনের শীর্ষ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। দ্বিতীয় পর্বে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচের মুখোমুখি হন। তবে প্রথম গেমেই রাদওয়ানস্কাকে উড়িয়ে দেন পেটকোভিচ। জার্মান তারকা ৬-১ গেমে জয় দিয়ে যাত্রা শুরু করেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান রাদওয়ানস্কা। যে কারণে শেষ পর্যন্ত শীর্ষ বাছাই রাদওয়ানস্কা ১-৬, ৬-১ এবং ৬-২ সেটে পেটকোভিচকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করেন। এমন জয়ে উচ্ছ্বাসিত শীর্ষ বাছাই রাদওয়ানস্কা। পারফর্মেন্সের ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ষষ্ঠ বাছাই রবার্টা ভিঞ্চি পরাজিত করেন পেটকোভিচেরই স্বদেশী জুলিয়া জর্জেসকে। ইতালিয়ান তারকা ভিঞ্চি এদিন ৬-৩ ও ৬-৪ সেটে পরাজিত করেন জর্জেসকে। চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার সময়টা মোটেই ভাল যাচ্ছে না। তবে স্টুটগার্টে স্বরূপে ফিরে আসার লক্ষ্য নিয়েই কোর্টে নামেন তিনি। দ্বিতীয় পর্বে দারুণ জয়েই যাত্রা শুরু করেন দুইবারের উইম্বল্ডন জয়ী এই চেক তারকা। স্টুটগার্টের পঞ্চম বাছাই কেভিতোভা দ্বিতীয় পর্বে ২-৬, ৭-৬ (৭/৫) এবং ৬-২ সেটের কঠিন লড়াইয়ে পরাজিত করেন রোমানিয়ার মনিকা নিকুলেস্কোকে। প্রথম সেটে হেরে গিয়েও বাকি দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। আর এমন জয়ে দ্বিতীয় পর্বের বাধা পেরিয়ে আনন্দে উদ্বেলিত পেত্রা কেভিতোভা। স্পেনের সপ্তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারো পরাজিত করেন জার্মানির এ্যানা লেনা ফ্রেইডসামকে। দুর্দান্ত ফর্মে থাকা নাভারো এদিন ৬-২ এবং ৬-২ সেটে হারান এ্যানা লেনা ফ্রেইডসামকে। তবে দ্বিতীয় পর্বে বড় অঘটনের শিকার হন সার্বিয়ার আনা ইভানোভিচ এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা আনা ইভানোভিচকে লজ্জাজনকভাবে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্যারোলিনা পিসকোভা। চেকপ্রজাতন্ত্রের পিসকোভা এদিন ৬-৪ এবং ৬-২ সেটে উড়িয়ে দেন ইভানোভিচকে। সেইসঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন নিজেকে। আর অন্য ম্যাচে জার্মানির লরা সিগেমুন্ড হারান চতুর্থ বাছাই সিমোনা হ্যালেপকে। সিগেমুন্ড ৬-১ এবং ৬-২ সেটে পরাজিত করেন হ্যালেপকে।
×