ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের ইনজুরি নিয়ে ধূম্রজাল, তবে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ম্যানসিটির বিরুদ্ধে পর্তুগীজ তারকা খেলবেন বলে আশা রিয়াল মাদ্রিদের

রোনাল্ডোর নতুন বান্ধবী মেসিভক্ত!

প্রকাশিত: ০৬:২৩, ২৩ এপ্রিল ২০১৬

রোনাল্ডোর নতুন বান্ধবী মেসিভক্ত!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের লড়াইয়ে যেমন সবাইকে ছাড়িয়ে যান তেমনি মাঠের বাইরেও কম যান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষ করে সুন্দরী মেয়ে পটানোর ক্ষেত্রে! এ কারণে সি আর সেভেনের বান্ধবী তালিকা বেশ লম্বা। কথিত আছে, রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার কখন কোন্ বান্ধবীর কাছে থাকেন তা নিজেও বুঝতে পারেন না! রোনাল্ডোর বান্ধবী তালিকায় সবচেয়ে বড় নাম সুপার মডেল ইরিনা শায়াক। এছাড়া আছেন হলিউড তারকা প্যারিস হিল্টন। এবার হয়তো এ তালিকায় যোগ হতে যাচ্ছেন একজন মেক্সিকান নারী পাইলট। এটা অবশ্য তেমন বড় খবর নয়। তবে বড় খবর হলো, আলেজান্দ্রো ম্যানরিকুয়েজ নামের এই পাইলট রিয়াল মাদ্রিদ নয়, বার্সিলোনার ভক্ত! এরচেয়েও বড় খবর, পছন্দের ফুটবলার হিসেবে রোনাল্ডোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই হয়তো মেক্সিকান পাইলটের কাছে এক নম্বর। প্রায় চার মাস আগে রোনাল্ডোর সঙ্গে জড়িয়ে ধরা একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন পাইলটের পোশাক পরা ম্যানরিকুয়েজ। ছবিতে তিনি লিখেছিলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সিআর সেভেনকে বিমানে করে নিয়ে যেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ কয়েক দিন আগে আবারও দু’জনের ছবি পোস্ট করেছেন মেক্সিকান পাইলট। এবার অবশ্য তার পরনে পাইলটের পোশাক নয়। ছবিটা তিনি রোনাল্ডোর সঙ্গে তুলেছেন ডিনারের আগে। বোঝাই যাচ্ছে পাইলট-যাত্রী পরিচয় থেকে বেরিয়ে রোনাল্ডো-ম্যানরিকুয়েজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। ম্যানরিকুয়েজ বার্সিলোনা সমর্থক বলেই জানা গেছে। ন্যুক্যাম্পে লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটের সামনে তার ছবিটি সেটিই ইঙ্গিত করছে। এই ছবি আরও একটি ইঙ্গিত বহন করে। বার্সার পাশাপাশি মেসিরও ভক্ত ম্যানরিকুয়েজ। তার মানে দাঁড়াচ্ছে, রোনাল্ডোর নতুন বান্ধবী মেসিভক্ত! বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকরা হয়তো কোন আপত্তি তুলবেন না। কিন্তু তারা ‘আহত’ হতেই পারেন বার্সিলোনার জার্সি পরা ম্যানরিকুয়েজকে মেসির বিশাল ছবির পাশে দেখে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি রোনাল্ডো। এদিকে রোনাল্ডোর ইনজুরি নিয়ে ধ্রুমজাল চলছেই। বুধবার লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর জানা যায়, উরুর ইনজুরিতে পড়েছেন তিনি। পরবর্তীতে দলটির কোচ জিনেদিন জিদান জানান, আঘাত তেমন গুরুতর নয়। পরক্ষণে আরেক সাক্ষাতকারে ফরাসী কিংবদন্তি আপসোস প্রকাশ করেন। তার ওই সাক্ষাতকারে সি আর সেভেনের ইনজুরি বড়সড় বলেই মনে হয়। মজার ব্যাপার এরপর রোনাল্ডো নিজেই জানান, তেমন সমস্যা নেই, সব ঠিক আছে। একদিন পর শুক্রবার রিয়াল মাদ্রিদ অবশেষে নিশ্চিত করেছে, রোনাল্ডো ইনজুরি আক্রান্ত। তবে ক্লাবটি ভক্তদের জন্য সুখবরও জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলতে পারবেন সাবেক ফিফা সেরা তারকা। তার মানে, বুঝেশুনেই ভক্তদের কথা দিয়েছেন সি আর সেভেন!
×