ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ এপ্রিল ২০১৬

দুর্নীতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে ॥ দুদক চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ এপ্রিল ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা দুর্নীতিগ্রস্ত পর্যায়ক্রমে তাদের সকলকে ধরা হবে। কাউকে আমরা ছাড় দেব না। শুক্রবার সকালে সাভার বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় ও ঢাকা জেলা প্রশাসকের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান ও দুদকের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, দুদক, জেলা ও স্থানীয় সরকারী কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুদক চেয়ারম্যান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সসতা সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিএটিসির একাদশ শ্রেণীর ছাত্রী রিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাভার বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান, দুপ্রক’র সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম। দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু একটি সমস্যা রয়ে গেছে। আর সেটা হলো দুর্নীতি। এ কারণেই বাংলাদেশের যে উন্নয়ন হওয়া দরকার, সেটা হচ্ছে না। আমরা এ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। ছাত্র-ছাত্রীর উদ্দেশে তিনি বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যত। তোমাদের মানুষ হতে হবে। যার ‘মান’ ও ‘হুঁশ’ আছে, সেই হলো মানুষ। আমি আশা করি তোমরা ‘মানুষ’ হবে। কারণ, তোমরা আগামী দিনের ভবিষ্যত। তিনি বলেন, আমরা যদি দুর্নীতি উচ্ছেদ করতে না পারি, তাহলে আমরা অন্ধকারের দিকে চলে যাব। যারা দুর্নীতিগ্রস্ত, পর্যায়ক্রমে সকলকেই ধরা হবে। কাউকেই আমরা ছাড় দেব না। সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। যারা দুর্নীতি করেছে, তাদের অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিগ্রস্ত কোন কর্মকর্তা বা মানুষকে চায় না। এদেশে দুর্নীতির মাত্রা কমাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এ সংগ্রাম দুরূহ সংগ্রাম। কিন্তু আমরা থেমে থাকব না, আমরা এগিয়ে যাব। সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান বলেন, দুর্নীতির কারণে পৃথিবীর অনেক দেশ পিছিয়ে আছে। সমস্ত অধিকার থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। ওই সকল দেশে কোন সুষম বণ্টন নেই, কোন সুশাসন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে কঠোর নির্দেশ দিয়েছেন।
×