ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচন

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে তৃণমূল নেতাদের আওয়ামী লীগের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৫:৫২, ২৩ এপ্রিল ২০১৬

 সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে তৃণমূল নেতাদের আওয়ামী লীগের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি ॥ চলমান ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোন কাজ না করতে তৃণমূল নেতাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন চলাকালে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্যও তৃণমূল নেতাদের নির্দেশ ও সতর্কবার্তা দিয়েছে দলটি। একই সঙ্গে আজ শনিবার নির্বাচনের দিন আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়ে নির্বাচন মনিটরিং করবেন। প্রসঙ্গত, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার দেশের ৪৮ জেলার ৬২০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, এ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেদিকে খেয়াল রাখার জন্য সব জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্র থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে কোন ধরনের অঘটন ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে না পারে সেদিকেও খেয়াল রাখার জন্য তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ইউপি নির্বাচনকে ঘিরে দল মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দেশের বিভিন্নস্থানে স্থানে সংঘাত, সংঘর্ষের ঘটনায় প্রচ- ক্ষুব্ধ দলটির হাইকমান্ড। বার বার কেন্দ্র থেকে সতর্কবার্তা, অনেক ক্ষেত্রে দল থেকে বহিষ্কারের হুমকির পরও জেলা-উপজেলা ও ইউনিয়নের অনেক নেতাই বিদ্রোহী প্রার্থীদের মদদ দেয়া এবং সংঘাত-সংঘর্ষ থামাতে কোন উদ্যোগ গ্রহণ না করার খবরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নেতারা টেলিফোন ও চিঠির মাধ্যমে এমন চরমবার্তা প্রেরণ করেছে তৃণমূল নেতাদের কাছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে শক্তহাতে সংঘাত-সংঘর্ষ কিংবা অনিয়মের সঙ্গে যে-ই জড়িত হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের তরফে আনুষ্ঠানিকভাবেই। দলীয় হাইকমান্ডের নির্দেশেই ইতোমধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্থানীয় সরকারের চলমান এই নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা চান না, সেই বার্তাটিই পৌঁছে দিয়েছেন। পাশাপাশি দলীয়প্রধানের নির্দেশমতো কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের সতর্ক করে বলা হয়েছে, ইউপি নির্বাচনে কোথাও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলা-উপজেলা ও ইউনিয়ন নেতাদের সবাইকে জবাবদিহী করতে হবে। একই সঙ্গে কোন নেতা যাতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করে সে ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার তাই করবেন। এক্ষেত্রে শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে এবং হবে। সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি। এদিকে অন্যান্য বারের সকল নির্বাচনের মতো এবারও সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে বসে নির্বাচনের সকল কার্যক্রম মনিটরিং করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখার পাশাপাশি তারা সারাদিনই যোগাযোগ রাখবেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রার্থীর সঙ্গে। জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সভাপতির অফিসে থাকবেন। প্রসঙ্গত, তৃতীয় ধাপের আজকের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই হাজার ৬৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার অধিকাংশ স্থানেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলেরই একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য শাসক দলটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানানো হয়েছে।
×