ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হালদায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে চবি ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ এপ্রিল ২০১৬

হালদায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে  চবি ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হালদা নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হালদা নদীর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া অংশে গোসল করতে নামলে তিনি নদীতে তলিয়ে যান। নিখোঁজ ছাত্রের নাম মোহাম্মদ নোমান (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নোমানের এক বন্ধুর বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল। অনুষ্ঠানকে ঘিরে নোমানসহ তার ২০/২৫ জন সহপাঠী হাটহাজারী উপজেলার ওই বাড়িতে যান। রাতে আনন্দ উল্লাস করার পর শুক্রবার দুপুরে বন্ধুরা মিলে হালদা নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে তারা হালদা নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর দুই-তৃতীয়াংশ পার হলে নোমান ডুবে যেতে থাকে। এ সময় তার দুই বন্ধু তাকে ধরে রাখার চেষ্টা করলেও তারা ধরে রাখতে পারেনি। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারে নামে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তারা নোমানের খোঁজ পায়নি।
×