ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নালিশের ভাঙ্গা রেকর্ড অবিরাম বাজিয়ে চলেছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ এপ্রিল ২০১৬

বিএনপি নালিশের  ভাঙ্গা রেকর্ড  অবিরাম বাজিয়ে  চলেছে ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ এপ্রিল ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে এখন নালিশের ভাঙ্গা রেকর্ড অবিরাম বাজিয়ে চলেছে। কোন নির্বাচন এলেই বিএনপি শুধু অভিযোগ আর নালিশের ওপর নির্ভর হয়ে পড়ে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌণ ও অকার্যকর করে ফেলছে। শুক্রবার মাইজদীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবেলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা কাজে লাগাব। দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচনে তেমন কোন অভিযোগ আসেনি এবং সমালোচনামুখর পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ বিশাল ক্যানভাস। এখানে ৪ হাজার ৫৫৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, এর মধ্যে ২৩ এপ্রিলও ৬১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেন ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয় সেটা লক্ষ্য রাখা হবে। সেতুমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নবাণিজ্যের কিছু অভিযোগ তিনি পেয়েছেন। তবে যারা অভিযোগ করেছেন তারা কেউই সুনির্দিষ্ট করে অভিযুক্তের নাম বলতে পারেনি। তারপরও এ নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে, মনোনয়ন বোর্ডের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তাঁর নির্দেশে ইতোমধ্যে এসব অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। সম্মেলনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে এবার একঝাঁক তরুণ নেতা আসবে এবং প্রবীণরাও থাকবে। প্রবীণ-নবীন সমন্বয়ে সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় করে সময়ের চাহিদা মেটানো হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে এবং যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে মন্ত্রী অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুইব্যাপী আয়োজিত শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের উন্নয়নে আগামী দিনে কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং এ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র তার পিতা মরহুম মোশারফ হোসেনের নানা স্মৃতির কথাও তুলে ধরেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার উপস্থাপক খালেদা আক্তার লাবনীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিরাজুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্যাহ্, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক ও নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমানের সহস্রাধিক ছাত্র। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
×