ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭৩৩ ইউপিতে পঞ্চম দফায় ভোট ২৮ মে

প্রকাশিত: ০৫:৪২, ২৩ এপ্রিল ২০১৬

৭৩৩ ইউপিতে পঞ্চম দফায় ভোট ২৮ মে

স্টাফ রিপোর্টার ॥ চলমান ইউপি নির্বাচনে পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হবে ৭৩৩ ইউপিতে। আগামী ২৮ মে এসব ইউপিতে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। বৃহস্পতিবার রাতে পঞ্চম দফায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের বিস্তারিত সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচী অনুযায়ী প্রার্থীরা ২ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মে বুধ ও বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধরা হয়েছে ১২ মে মঙ্গলবার। এছাড়া ষষ্ঠধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুন। তবে এ দফায় এখনও মনোনয়নপত্র জমার বিস্তারিত সময়সূচী ঘোষণা করা হয়নি। তবে কমিশন জানিয়েছে, এ মাসেই ষষ্ঠ দফার সময়সূচী জানিয়ে দেয়া হবে। গত ১১ ফেব্রয়ারি সারাদেশের ৪ হাজার ২৭৫ ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী এসব ইউপিতে মোট ছয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। ইসি জানিয়েছে, বাকি ইউপিতে মেয়াদ উত্তীর্ণ না হওয়া, সীমানা সংক্রান্ত জটিলতা ও আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোট গ্রহণ করা সম্ভব হচ্ছে না। পর্যায় ক্রমে এসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এর আগে প্রথম দফায় গত ২২, মার্চ দ্বিতীয় দফায় ৩১ মার্চ ভোট গ্রহণ সম্পন্ন করে ইসি। আজ তৃতীয় দফায় ভোট গ্রহণ করা হচ্ছে। আগামী ৭ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হবে।
×