ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাবিশ্বে পানি ও স্যানিটেশন নিশ্চিতে কাজ করবে

জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ এপ্রিল ২০১৬

জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের ১০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে নিয়ে গঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখা হয়েছে। জাতিসংঘের এই প্যানেল টেকসই উন্নয়নের লক্ষ্যে সারা বিশ্বে পানি ও স্যানিটেশন নিশ্চিতে কাজ করবে। বৃহস্পতিবার নিউইয়র্কের জাতিসংঘ অফিসে এই প্যানেল ঘোষণা করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-৬ অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ থেকে উচ্চ পর্যায়ের এই প্যানেল গঠন করা হয়েছে। এসডিজি-৬ অনুযায়ী সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধাপ্রাপ্তি ও এর টেকসই ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এই প্যানেল ঘোষণা করেন। সেখানে দুজন বিশেষ পরামর্শকও রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট আমেনাহ গারিব, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেয়ে নিয়েতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্দানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমামালি রাহমান এই প্যানেলে আছেন। এছাড়া প্যানেলে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সুং সু এবং পেরুর পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী মানুয়েল পুলগার ভিদালকে বিশেষ পরামর্শক করা হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, দারিদ্র্য বিমোচন ও অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি-৬ অর্জনে সব অংশীদারের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ২৪০ কোটি মানুষ উন্নত স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে। অন্তত ৬৬ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ পানি পাচ্ছে না। মানসম্মত স্যানিটেশন, পানি ও বিশুদ্ধতার অভাবে প্রতিবছর প্রায় পৌনে সাত লাখ মানুষের প্রাণহানি এবং অনেক দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ ক্ষতি হচ্ছে। সিএসআইস’র প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের বৈঠক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন্টারের (সিএসআইএস) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ড. জন হাম্রের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, সাফল্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। এছাড়া পারস্পরিকভাবে সন্ত্রাসবিরোধী এবং গোয়েন্দা তথ্যও বিনিময় করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের বিষয়েও ড. জন হাম্রেকে অবহিত করা হয়। রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের মতো স্বল্পোন্নত দেশের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা দিতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ড. হাম্রে। বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা উল্লেখ করেন।
×