ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওড়ে বোরো কাটা শুরু ॥ দাম নিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ এপ্রিল ২০১৬

হাওড়ে বোরো কাটা শুরু ॥ দাম নিয়ে শঙ্কায় কৃষক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল ॥ হাওড়াঞ্চলে বোরো ধান কাটা, মাড়াই ও পরিবহন কাজের দৃশ্য এখন সর্বত্র চোখে পড়ছে। খাদ্য শস্যের অফুরন্ত ভা-ার হিসেবে পরিচিত দেশের দ্বিতীয় বৃহত্তম এ জেলার বিভিন্ন হাওড়ে হাজার হাজার কৃষক ও কৃষি শ্রমিক এখন ধান কাটা কাজে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই বাড়ির কৃষাণী-গৃহবধূ এমনকি শিশুরাও। মৌসুমের শুরুতে ডিজেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংসহ নানা প্রতিকূলতার পরও এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বাড়তি ফলনেও খুশি হতে পারছেন না কৃষকরা। কেননা বাজারে ধানের দাম কম থাকায় তাদের মাথায় হাত পড়েছে। লাভ তো দূরের কথা তাদের আশঙ্কা নতুন ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠাতে পারবেন কি না। কৃষকরা বলছেন, বাজারে ধানের দামের সঙ্গে উৎপাদন খরচের হিসাব মিলছে না। এরই মাঝে বাজারে নতুন ধান আসতে শুরু করেছে। তবে বাজারে ধানের দাম কম। কৃষকরা জানায়, এক মণ ধান ঘরে তোলা পর্যন্ত খরচ হয়েছে ৭শ’ টাকা কিন্তু বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকায়।
×